বুধবার, ৮ এপ্রিল, ২০২০

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ প্রথম পর্ব

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ প্রথম পর্ব
এই পোস্ট টি অন্যান্য গ্রুপে আগে পোস্ট করেছিলাম। এই গ্রুপে কিছু সংশোধন ও পরিমার্জন করে পুনরায় পোস্ট করছি। 
এইটি একটি ধারাবাহিক পোস্ট হবে। তাই চোখ রাখুন সবসময়।

যেকোন চাকুরীর আবেদনে সিভি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সিভি নিয়োগদাতা কে জানিয়ে দিবে আপনার ব্যক্তিত্ব, আপনার কোয়ালিটি।

সিভি তৈরির আগে জেনে নিন কি কি বিষয় সিভিতে উল্লেখ করতে হয়।
১) নিজের একটি সংক্ষিপ্ত পরিচিতি
২) আপনার লক্ষ্য ও উদ্দেশ্য
৩) কাজের অভিজ্ঞতা
৪) শিক্ষাগত যোগ্যতা
৫) প্রশিক্ষণ
৬) রেজিস্ট্রেশন এবং লাইসেন্স
৭) কাজের দক্ষতা
৮) বাহ্যিক জ্ঞানঃ যেমনঃ ভাষা, কম্পিউটার, ড্রাইভিং ইত্যাদি।
৯) রেফারেন্স

এই বিষয়গুলো কম বেশী সবাই জানেন। তারপরও ভালো সিভি তৈরিতে সবাইকে কিছু না কিছু অসুবিধায় পড়তে হয়।

প্রথমে আসি, সিভি’র হেড লাইন নিয়ে। অনেকে সিভিতে হেড লাইন দেন এইভাবে Curriculum Vite of, Resume of. এই লিখাটি লেখার কোন প্রয়োজন নেই। কারন আপনার কাগজে প্রিন্টের ফরমেট দেখেই নিয়োগকর্তা বুঝে  যাবেন এইটা একটা সিভি। তাই এই লাইনটি উল্লেখ না করলে কোন সমস্যা নেই।

এখানে নিজের নামটি হাইলাইট করুন। বেশীরভাগ মানুষ সিভিতে Arial ফন্ট ব্যবহার করেন। কারন এই ফন্ট দেখতে খুব ক্লিয়ার, আর স্মার্ট। তাই সবসময় প্রথম থেকে শেষ এই ফন্টটি ব্যবহারের চেষ্টা করুন।

বাংলাদেশ সহ কয়েকটি দেশে সিভিতে ছবি দেওয়ার নিয়ম আছে। ছবি না দিলেও সংযুক্ত করে আলাদা ছবি দেওয়া হয়। ব্রিটেন, অ্যামেরিকাতে কোন ছবি দেওয়া হয় না। তাছাড়া পার্সোনাল ইনফরমেশনও থাকে খুব কম। কিন্তু আমাদের দেশে এইটি বিস্তারিত উল্লেখ করতে হয়।

নিজের নামটি Arial ফন্ট ব্যবহার করে সাইজ ২৫ থেকে ২৮ পর্যন্ত করুন। সিভির ডান পাশে উল্লেখ করুন। আর সিভির বাম পাশে ছবি দিন। নিজের নামের পর লিখুন আপনি কে, কি করেন। এখানে নীচের উদাহরণটি দেখুন, এটার একটি ছবি আছে। ছবিটি দেখে নিন।

Your NAME
BM&DC REGISTERED & CERTIFIED MEDICAL ASSISTANT
Dedicated to Provide Perfect Emergency Medical, Administrative and Humanitarian Services

প্রথম লাইনে নিজের নাম।
দ্বিতীয় লাইনে দেখুন আপনি কে? আপনি একজন বিএমডিসি রেজিস্টার্ড ও সারটিফাইড মেডিক্যাল এসিসটেন্ট। এই লাইন টি দেখার সাথে সাথে নিয়োগদাতা বুঝে যাবেন, আপনি বটতলার উকিল নন। আপনার একটা সরকারী অনুমোদন আছে, মানে আপনি যেনতেন কেউ নন।

তৃতীয় লাইনে দেখুন আপনি কি করেন, করতে চান? আপনি চিকিৎসা, মানবাধিকার সেবা মুলক কাজের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, করতে চান, সাথে আছে আপনার প্রশাসনিক দক্ষতা।

এই তিন লাইন আপনার সিভি কে একটা ষ্ট্যাণ্ডার্ড এ নিয়ে আসবে। আপনার পারসোনালিটি বাড়িয়ে দিবে। তাহলে শুরু করুন ধাপে ধাপে আপনার সিভি।

আপনি যদি অন্য কোন ফরমেটে সিভি তৈরী করতে চান, তাহলে নীচের এই লিংকটি তে প্রবেশ করে দেখতে পারেন।
https://shriresume.com/

বিডিজবস এ সিভি আপলোড নিয়ে শেষ পর্বে আলোচনা করা হবে। আপনাদের যে কোন প্রশ্ন কমেন্ট অপশনে করতে পারেন। 

Share This
Previous Post
Next Post

Ashalamu-alaikum, I'm Shariar Mahamud Kabbo. I'm a Healthcare Professional . Welcome To My Largest Free Medical Books Download Site.

0 মন্তব্য(গুলি):