শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

অনলাইন কোর্স সিভিতে কিভাবে উল্লেখ করবেন?

অনলাইন কোর্স সিভিতে কিভাবে উল্লেখ করবেন?

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ অনলাইন কোর্স পর্ব

অনলাইন কোর্স সিভিতে কিভাবে উল্লেখ করবেন?

এই বিষয়ে অনেক আগে একটা পোস্টে লিখেছিলাম। এর পরেও অনেকে কনফিউশনে ছিলেন। ইনবক্স এ অনুরোধ জানিয়েছিলেন। তাই এই পর্বটি তাদের জন্য।আপনারা যারা অনলাইনে পাবলিক হেলথ এর কোর্স করছেন, তারা এই অংশটি দেখলেই বুঝতে পারবেন, কিভাবে আপনার কোর্স গুলো সিভিতে উল্লেখ করবেন।

কোর্সের জন্য একটি হেড লাইন রাখুন। নীচের হেড লাইনটি দেখুন।


COURSES, TRAINING, WORKSHOPS & SEMINARS:

হেড লাইনে কে তিনটি অংশে ভাগ করুন
  1. MEDICAL
  2. PUBLIC HEALTH & MANAGEMENT
  3. NON-MEDICAL
MEDICAL অংশে লিখুন মেডিক্যাল বিষয়ক সব কোর্স গুলো। যেমন: BLS, ACLS, First AID, Internship ইত্যাদি। কিভাবে লিখবেন তা নীচে দেখে নিন।

MEDICAL:

· Advanced Cardiovascular Life Support Training (ACLS) May, 2016, Certified by American Heart Association· Basic Life Support Training (BLS) April, 2016, Certified by American Heart Association· First Aid Training, British Red Cross September, 2015· Internship, Noakhali General Hospital, Bangladesh January, 2000PUBLIC HEALTH & MANAGEMENT অংশে আপনার পাবলিক হেলথের সব কোর্স গুলো লিখুন। সাথে হেলথ ম্যানেজমেন্ট এর কোর্স করা থাকলে, তা উল্লেখ করতে পারবেন। নীচের অংশটি ভালোভাবে দেখুন।

PUBLIC HEALTH & MANAGEMENT:

· Governance and Health August, 2018, Certificate program by USAID, Johns Hopkins Bloomberg School of Public Health, Global Health eLearning Center.· Public Health Principles in Disaster & Medical Humanitarian Response August, 2018· Research Methodology for Disaster and Medical Humanitarian Response, Collaborating Centre for Oxford University and CUHK· Managing Gender-Based Violence in Emergencies, UNFPA July, 2018· Clinical Management Training, Ministry of Health & Family Welfare May, 2006NON-MEDICAL অংশে যে কোন নন-মেডিক্যাল কোর্স উল্লেখ করুন। যেমনঃ সিকিউরিটি কোর্স, ফায়ার সেফটি, কম্পিউটার প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইত্যাদি। কিভাবে লিখবেন তা নীচে দেখুন।

NON-MEDICAL:

· Basic & Advanced Security in The Field, United Nations March, 2018· Preparing & Responding to Active Shooter Incidents, United Nations March, 2018· Information Security Awareness (Foundational, Advanced & Additional) March, 2018, United Nations· Introduction to The Human Rights & Environment January, 2018, UNitr, UN Environment Programme· Fire safety and Industrial Management, World Bank, CCCI, DFID, IFIC July, 2005· Managing Customer Satisfaction, World Bank, CCCI, DFID, IFIC, EU June, 2005অনেকে আমার কাছে জানতে চেয়েছেন,

একই বিষয়ের উপর অনেক গুলো অনলাইন কোর্স করেছি। সব কোর্স কি আলাদা ভাবে উল্লেখ করতে হবে?

উত্তরঃ না, আলাদাভাবে উলেখ করতে হবে না। একটা উদাহরণ দেখুন। HIV/AIDS নিয়ে এখানে ১১টি কোর্স আছে।

Courses in the HIV/AIDS Certificate

  • Designing HIV Prevention Programs for Key Populations
  • Family Planning and HIV Service Integration
  • HIV/AIDS Legal and Policy Requirements
  • HIV/AIDS Surveillance
  • HIV Basic Biology, Epidemiology, and Prevention
  • HIV Stigma and Discrimination
  • Male Circumcision: Policy & Programming
  • M&E Frameworks for HIV/AIDS Programs
  • M&E Guidelines for Sex Workers, Men who Have Sex with Men, &…
  • M&E Guidelines for Sex Workers, Men who Have Sex with Men, &…
  • Mother-to-Child Transmission of HIV
যারা এই সব গুলো কোর্স শেষ করেছেন, আপনাকে সব কোর্সের নাম লিখতে হবে না। সবগুলোকে একসাথে একটি নামেই লিখবেন। উপরের ১১ টি কোর্স আলাদা ভাবে উল্লেখ না করে এইভাবে লিখুনঃ· Certificate Course in HIV/AIDS (11 Modules). 2018, Certificate program by USAID, Johns Hopkins Bloomberg School of Public Health, Global Health eLearning Center.
যারা ইন্ডাস্ট্রিয়াল সেইফটি বা অকুপেশনাল থেরাপি নিয়ে অনেক গুলো কোর্স করেছেন, তারাও এইভাবে নিয়ম ফলো করুন। আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে উল্লেখ করুন।

বুধবার, ৮ এপ্রিল, ২০২০

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ ষষ্ট পর্ব


একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ ষষ্ট পর্ব



BDJOBS ওয়েব সাইটে কোথায়, কিভাবে আপনার অনলাইন কোর্স উল্লেখ করবেন?
ছবিতে লাল রং এর বক্স ও লিখাগুলো ভালোভাবে দেখুন
আপনার BDJOBS একাউন্টে লগ ইন করে Edit Resume অপশনে ক্লিক করুন। এরপর মেনু বার থেকে Education / Training  অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর নীচে আরো তিনটি অপশন দেখতে পাবেন।
1) Academic Summary 
2) Training Summary 
3) Professional Certification Summary 
Academic Summary  তে ক্লিক করে আপনি আপনার সকল একাডেমীক শিক্ষাগত যোগ্যতার তথ্য সিরিয়াল ভাবে এন্ট্রি করুন।
যেমনঃ
১) এসএসসি SSC
২)এইচএসসি HSC
৩) ডিপ্লোমা  DIPLOMA
৪) ব্যচেলরBACHELOR
৫) মাস্টার্সMASTERS
৬) আল্ট্রাসাউন্ড কোর্স ULTRASOUND
৭) অপটোমেট্রি কোর্স  OPTOMETRY
Training Summary  তে আপনার সকল প্রশিক্ষন, কর্মশালা, ইন্টার্ন শীপ এর সকল তথ্য সিরিয়াল ভাবে এন্ট্রি করুন।
কি কি প্রশিক্ষন এখানে এন্ট্রি করতে পারবেন?
১) একাডেমীক শিক্ষার বাইরে যাবতীয় কোর্সের তথ্য
২) অনলাইন এডুকেশনের তথ্য
৩) কর্মস্থল থেকে প্রাপ্ত সকল প্রশিক্ষণের তথ্য
৪) ইন্টার্নশিপের তথ্য
৫) কোন সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণ করা থাকলে তার তথ্য
Professional Certification Summary তে আপনি আপনার সকল প্রফেশনাল লাইসেন্স এর তথ্য এন্ট্রি করবেন।
যেমনঃ
1) BMDC registration
2) Paramedic License
3) ACLS
4) BLS
5) PALS
6) ATLS
অনলাইন এডুকেশনের তথ্য কিভাবে এন্ট্রি করবেন?
Training Summary  তে ক্লিক করুন।
এখানে তথ্য এন্ট্রির জন্য বিভিন্ন বক্স দেখতে পাবেন।
Training Title
এখানে আপনার অনলাইন কোর্সের নাম এন্ট্রি করবেন
উদাহরণঃ Case Management Of Childhood Illnesses
Topics Covered
কোর্সটা যেই টপিকের অন্তর্ভুক্ত, তা উল্লেখ করবেন
উদাহরণঃ  Maternal and Child Health
Institute
যে অনলাইন পোর্টাল থেকে কোর্স করেছেন, তার নাম এন্ট্রি করবেন
উদাহরণঃ
Global Health E-Learning Center
Course Curriculum: Johns Hopkins Bloomberg School of Public Health
Location
এখানে অনলাইন উল্লেখ করবেন
উদাহরণঃ Online
Country
আপনার দেশের নাম দিবেন
উদাহরণঃ Bangladesh
Training Year
যে সনে ট্রেনিং করেছেন তা এখানে এন্ট্রি করবেন
উদাহরণঃ 2019
Duration
ট্রেনিং শেষ করতে আপনার কতদিন লেগেছে, তা উল্লেখ করবেন।
উদাহরণঃ 2 Days
এরপর SAVE অপশনে ক্লিক করে আপডেট করবেন।
বিঃ দ্রঃ
অনলাইন এডুকেশন আপনার শিক্ষার দ্বার যেভাবে উম্মুক্ত করেছে, আপনার নিজের উচিত পড়াশুনা করে সার্টিফিকেট অর্জন করা। পড়শুনা না করে সার্টিফিকেট অর্জনে, আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তাই পড়শুনা ব্যতীত সার্টিফিকেট অর্জনকে No Pay MPH সবসময় নিরুৎসাহিত করে।

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ পঞ্চম পর্ব


একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ পঞ্চম পর্ব

কাজের অভিজ্ঞতা প্যারাগ্রাফে আপনার কাজের জায়গা, যোগদানের সময় ও আপনার পজিশন আগেই উল্লেখ করা হয়েছে। কিন্তু আপনার কাজের দায়িত্ব ও দক্ষতা নিয়ে কোন বিবরণ তখন উল্লেখ করা হয়নি। একজন চিকিৎসক হিসেবে আপনার দায়িত্ব সবজায়গায় মোটামুটি একই। তাই এই বিবরণটি বারবার না লিখে একবারই লেখা ভালো। এখানে নীচের প্যারাগ্রাফে দেখুন। একজন চিকিৎসক হিসেবে কি কি দায়িত্ব আপনি পালন করতে পারেন, কি কি দক্ষতা আপনার আছে, তার একটি বিবরণ দেওয়া হল। একজন চিকিৎসক হিসেবে মেডিসিন ও সার্জারি ছাড়াও আপনাকে কিছু প্রশাসনিক ও ব্যবস্থাপনা বিভাগে দায়িত্ব পালন করতে হয়। এখানে সেই গুলো উল্লেখ আছে। এই প্যারাগ্রাফ কে তিনটি সাব প্যারাগ্রাফে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগেই আপনার কি কি দক্ষতা আছে তার বিবরণ দেওয়া আছে। আপনি আপনার দক্ষতা অনুসারে আপনার সিভি সাজিয়ে নিন।
PROFESSIONAL SKILLS:
Medicine & Surgery
♦ Responded quickly to medical emergencies ♦ Accident and emergency (A&E) medicine experience. ♦ Keeping up to date with the latest treatments, medicines and medical developments ♦ Experience of providing care to patients on hospital wards and outpatient department. ♦ Assisted in the operating theatres in surgical operations. ♦ A willingness to accept responsibility. ♦ Experience of working in a pressurized environment. ♦ Assessed healthcare needs ♦. Assessed patient condition through physical and verbal exams and by collecting information from witnesses. ♦ Assessing patients, providing emergency treatment and making diagnoses ♦ Monitoring and administering medication, pain relief and intravenous infusions ♦ Dressing wounds/injuries ♦ Using specialist equipment including ventilators and defibrillators ♦ Reading ECG ♦ Verifies patient information by interviewing patient; recording medical history. ♦ Promoted immunization on a national level & Refugees
ICU
♦ Administered and implemented all physician order accurately. ♦ Assisted patients in admitting and discharge of all patients. ♦ Maintained record of all nursing functions and provided update to it. ♦ Participated in various counseling sessions for health and emotional support to patients. ♦ Analyzed patient treatment plan and prioritized patient requirements. ♦ Monitored patient care plans and implemented as per facility requirements. ♦ Ensured compliance to all policies guidelines and procedures.
Administrative & Management
♦ Experience of the day to day management of a busy doctors practice surgery. ♦ Able to lead and motivate staff, Managed & Supervised a team of 15 to 25 for optimal success. ♦ Ability to prioritize workloads during busy periods. ♦ Logged and filed records and documents ♦ Coordinated with external audit teams conducting compliance checks on four separate occasions ♦ Meet with physicians and staff to ensure clinical and administrative policies were followed for compliance and better quality of care and understand their frustrations and concerns to ensure an adequate support system. ♦ Trained junior employees on proper use of equipment and safety ♦ Attend disaster management trainings time to time ♦ Maintain patient information in enterprise electronic medical record & all clinical documentations up-to-date ♦ Monitor facility compliance to all organizations standards, and arrange continuing education opportunities for clinic employees ♦ Coordinated with management to implement safety and sanitation standards ♦ Developed best practices to provide optimal patient care services ♦ Updates job knowledge by participating in educational opportunities; reading professional publications ♦ Made schedules for all three shifts and ensured all employees were present or shift was covered

উপরের এই সব দক্ষতা ছাড়াও আপনার আর কিছু দক্ষতা অতিরিক্ত দক্ষতা প্যারাগ্রাফে উল্লেখ করতে পারেন। যেমন কম্পিউটার এ দক্ষতা, ভাষাগত দক্ষতা, ইত্যাদি। এখানে আমি কম্পিউটার ও ভাষা ছাড়াও আরো দুইটি উল্লেখ করেছি। যেমন ড্রাইভিং। আইসিডিডিআরবি সহ কয়েকটি এনজিও তে ড্রাইভিং জানা বাধ্যতামূলক। আমাদের মধ্যে অনেকে ড্রাইভিং জানেন। আশাকরি আপনার এই স্কিল টি উল্লেখ করবেন। অনেকে মেডিক্যাল বিষয়ে লেখালেখি করেন, বিভিন্ন ব্লগে, ফেসবুকে, আবার অনেকে মেডিক্যাল গাইড বই ও প্রকাশ করেন। এই গুলো আপনার এক ধরনের স্কিল। এই স্কিল গুলো পাবলিকেশন প্যারাগ্রাফে উল্লেখ করবেন। এতে নিয়োগ কর্তা আপনার সৃজনশীলতা নিয়ে ধারনা পাবেন।

ADDITIONAL SKILLS:
Computer:
♦ Medical programs & databases.
♦ Familiar with other Microsoft software and internet information servers.
Publications:
♦ DOCTORS (MATS Admission Guide, Series Book)
♦ Nirbak Attmoshomorpon (Published on 2013, by Symphony)
♦ Chandra Batha (Published on 2014, by Symphony)
♦ The CV (Published on 2017, by Khan Publications)
♦ Published Blogs in Various blogsites and facebook
Languages:
♦ Excellent oral and written communication skills in English, Bengali, Chittagong & Rohingya.
Driving License:
♦ Full Clean Driving License

রেফারেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি কাজের জায়গায় আবেদনে এক একাধিক রেফারেন্স এর জন্য বলা হয়। তাই সবসময় এমন রেফারেন্স দেওয়ার চেস্টা করবেন, যিনি আপনার সম্পর্কে ভালো জানেন। রেফারেন্স এর ক্ষেত্রে একটি আপনার শিক্ষক অন্যটি আপনার পূর্বের কাজের জায়গার বস, সুপারভাইজারের হওয়া ভালো।
রেফারেন্স এর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ
১) ম্যাটস এ যে শিক্ষকের সাথে আপনার সম্পর্ক সবচেয়ে ভালো, একাডেমিক এ তার রেফারেন্স দিন।
২) বর্তামান কাজের জায়গায় যে বসের সাথে আপনার সম্পর্ক সবচেয়ে ভালো, প্রফেশনাল এ তার রেফারেন্স দিন।
৩) রেফারেন্স দেওয়ার পূর্বে আপনার শিক্ষক ও বসের অনুমতি নিন।
৪) রেফারেন্স দাতার বিনা অনুমতিতে তার ফোন কিংবা ইমেইল সিভি তে উল্লেখ করবেন না। সবসময় তাদের ফোন ও ইমেইল আপডেট রাখুন।
৫) যে কোন জবে আবেদনের সময় এবং ইন্টারভিউ এর আগে রেফারেন্স দাতার সাথে যোগাযোগ করে তাঁকে বিস্তারিত অবহিত করবেন, এতে আপনার সম্পর্কে রেফারেন্স দিতে তার সুবিধা হবে।
৬) এই বিষয়টিতে সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করুন।
REFERENCE:
Mr. Abc Def Dr. Ghi Jkl
Lecturer Managing Director
Noakhali MATS Your Job Hospital Ltd
Phone: 123456 Phone: 123456
Email: drabc@email.com Email: drghi@email.com

আপনার সিভি কোচিং এখানেই শেষ। আগামীকাল শেষ পর্ব। এই শেষ পর্ব হবে সব প্রশ্নোত্তর নিয়ে। তাই আপনাদের যেকোন প্রশ্ন কমেন্ট বক্স এ উল্লেখ করুন। আমি চেষ্টা করব একটা ভালো সিভি ফরমেট তৈরি করতে। তবে আপনারা নিজেরা চেষ্টা করুন আগে। ভালো থাকুন।

অনেকে সিভিতে নিজের শখ নিয়ে একটি প্যারাগ্রাফ রাখেন। ভুলেও এই কাজ করবেন না। নিয়োগকর্তা আপনার শখ জেনে কি করবেন, তার দরকার আপনার স্কিল, আপনার কাজ, শিক্ষা, অভিজ্ঞতা। আপনার শখ কি, তা জেনে উনার কি লাভ? এতে বেশিরভাগ নিয়োগ কর্তা বিরক্ত হোন।

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ চতুর্থ পর্ব


একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ চতুর্থ পর্ব

কাজের অভিজ্ঞতার পর সিভি তে উল্লেখ করবেন আপনার শিক্ষা, দক্ষতা ও প্রশিক্ষণ নিয়ে। সবসময় সিভিতে আপডেট ডিগ্রীটা প্রথমে উল্লেখ করুন। এরপর ধারাবাহিক ভাবে মাস ও বছর উল্লেখ করে অন্যান্য ডিগ্রী গুলো উল্লেখ করুন। আপনার যদি মাস্টার্স ও ব্যচেলর লেভেলের ডিগ্রী থাকে তাহলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর উল্লেখ না করলে চলবে। কারন কেউ  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ না করে ব্যচেলর মাস্টার্স করতে পারে না। ডিপ্লোমার ক্ষেত্রেও একই। অতিরিক্ত এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসের বিবরণ লিখে নিয়োগকর্তার বিরক্তির কারন হওয়ার কোন মানে হয় না। তাছাড়া অনেকের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালো হয় না। তাই নিয়োগ কর্তার মনে যাতে কোন বিরূপ ধারনা জন্মাতে না পারে তাই এই দুইটি উল্লেখ করা থেকে বিরত থাকুন। কোনভাবে আপনার ডিভিশন, গ্রেড কিংবা পরীক্ষার নাম্বার উল্লেখ করবেন না। এতেও নিয়োগকর্তা কোন বিষয়ে আপনার দুর্বলতা জেনে যেতে পারেন। শুধু ডিগ্রী এবং পাশের সন উল্লেখ করবেন।

(যদিও বাংলাদেশের কিছু কিছু নিয়োগকর্তা এই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের বিবরণ জানতে চান)।

এখানে একটি বিষয় ভালো ভাবে দেখুন, এডুকেশন কে দুই ভাগে ভাগ করা হয়েছে। ১) এডুকেশন (প্রফেশনাল) ২) এডুকেশন (জেনারেল)। এই দুই অংশে পৃথক ভাবে বিবরণ দেওয়া আছে।

EDUCATION (Professional):
Master of Public Health (MPH)      May 2006
Administration and Policy (Concentration: Global Health)
University of Dhaka, School of Public Health, Dhaka, Bangladesh
Bachelor of Public Health (BPH)    May 2004
Administration and Policy (Concentration: Global Health)
University of Dhaka, School of Public Health, Dhaka, Bangladesh
Diploma of Medical Faculty (DMF)   February 1999
Medicine & Surgery (3 Years Course + 1 Year Internee)
The State Medical Faculty of Bangladesh

EDUCATION (General):
Bachelor of Social Science (BSS)      May 2004
National University of Bangladesh

আপনার লাইসেন্স ও ক্রেডিয়েশনাল এর জন্য আলাদা প্যারাগ্রাফ রাখবেন। এতে নিয়োগদাতা বুঝতে পারবেন, আপনি সরকারী ভাবে রেজিস্টার্ড।

LICENSURES & CREDENTIALS:
Obtained Diploma in Medical Assistant    February 1999
Medical Assistant Training School (MATS), Noakhali, Bangladesh.
Certified by The State Medical Faculty of Bangladesh.
Registered By Bangladesh Medical & Dental Council,      BM&DC, Bangladesh   February 2000
Registration No: D1234

লাইসেন্স এর পর আপনি উল্লেখ করবেন যেকোন প্রশিক্ষণ, অনলাইন কোর্স ইত্যাদি। এই অংশকে তিন ভাগে ভাগ করুন। মেডিক্যাল, পাবলিক হেলথ এন্ড ম্যানেজমেন্ট, নন মেডিক্যাল। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন প্রতিস্টান বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে থাকেন। সব গুলোর বিবরণ মাস সাল উল্লেখ করে ধারাবাহিক ভাবে সাজান। এখানেও এডুকেশন এর মত সবকিছু আপডেট রাখুন।

আপনারা যারা অনলাইনে পাবলিক হেলথ এর কোর্স করছেন, তারা এই অংশটি দেখলেই বুঝতে পারবেন, কিভাবে আপনার কোর্স গুলো সিভিতে উল্লেখ করবেন।

COURSES, TRAINING, WORKSHOPS & SEMINARS:
MEDICAL:
Advanced Cardiovascular Life Support Training (ACLS)   May, 2016, Certified by American Heart Association
Basic Life Support Training (BLS)    April, 2016, Certified by American Heart Association
First Aid Training, British Red Cross     September, 2015
Internship, Noakhali General Hospital, Bangladesh    January, 2000

PUBLIC HEALTH & MANAGEMENT:
Governance and Health    August, 2018, Certificate program by USAID, JJohns Hopkins Bloomberg School of Public Health, Global Health eLearning Center.
Public Health Principles in Disaster & Medical Humanitarian Response   August, 2018
Research Methodology for Disaster and Medical Humanitarian Response, Collaborating Centre for Oxford University and CUHK
Managing Gender-Based Violence in Emergencies, UNFPA     July, 2018
Clinical Management Training, Ministry of Health & Family Welfare    May, 2006
NON-MEDICAL:
Basic & Advanced Security in The Field, United Nations    March, 2018
Preparing & Responding to Active Shooter Incidents, United Nations    March, 2018
Information Security Awareness (Foundational, Advanced & Additional)   March, 2018, United Nations
Introduction to The Human Rights & Environment       January, 2018, UNitr, UN Environment Programme
Fire safety and Industrial Management, World Bank, CCCI, DFID, IFIC      July, 2005
Managing Customer Satisfaction, World Bank, CCCI, DFID, IFIC, EU    June, 2005

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ তৃতীয় পর্ব


একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ তৃতীয় পর্ব

প্রতিটি নিয়োগকর্তা কাউকে নিয়োগ প্রদানের সময় শিক্ষাগত যোগ্যতার চেয়ে কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেন বেশী। তাই সিভিতে কাজের অভিজ্ঞতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কাজের অভিজ্ঞতার ধরন দেখেই নিয়োগকর্তা বুঝে যান, আপনি কোন কাজের কাজী। নিয়োগকর্তার টার্মস এন্ড কন্ডিশন আপনি কতটুকু ফুলফিল করতে পারছেন, তা আপনার কাজের অভিজ্ঞতা বলে দিবে।

কাজের অভিজ্ঞতা সিভিতে উল্লেখ করার সময় যে সব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজনঃ
১) সবসময় বর্তমান কর্মস্থলের বিবরণ প্রথমে দিবেন।
২) এর পর পর্যায়ক্রমে দিন তারিখ উল্লেখ করে পূর্ব অভিজ্ঞতা উল্লেখ করবেন।
৩) ৩ থেকে ৫ এর অধিক কাজের বিবরণ দিবেন না। এতে নিয়োগকর্তা আপনার প্রতি বিরক্ত এবং বিরূপ ধারনা পোষণ করতে পারেন। ঘন ঘন চাকুরী বদল করা একধরনের মানসিক রোগ। নিয়োগকর্তা আপনাকে সেই ধরনের রোগী মনে করতে পারেন। তাই বেশী কাজের বিবরণ দিবেন না।
৪) এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে যোগদানে, কোন রূপ কিংবা কোন প্রকার গ্যাপ সময় রাখবেন না। এতে নিয়োগকর্তা আপনাকে সাময়িক বেকার হিসেবে চিহ্নিত করবেন।
৫) আপনার ভিন্ন ভিন্ন কাজের অভিজ্ঞতা থাকলে, প্রতিটি কাজের বিবরণ এর নীচে আপনার অফিসিয়াল কি কি দায় দায়িত্ব ছিল, তা উল্লেখ করুন। যদি সব কাজের বিবরণ একই রকম থাকে, তাহলে আলাদা প্যারাগ্রাফে একবারই লিখুন।
এখানে ছবি এবং নীচের প্যারাগ্রাফে দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজের অভিজ্ঞতা উল্লেখ করেছি। আমি কোন গ্যাপ টাইম রাখিনি।

PROFESSIONAL EXPERIENCE:
Médecins Sans Frontières, MSF Spain. JMS Project      September 2017 – Present
Medical Assistant
Icddr’b Cox’s Bazar, Bangladesh    November 2015 – August 2017
Paramedic / Medical Assistant
St Johns Hospital, Chittagong    February 2013 – August 2015
Sub Assistant Medical Officer  
 
Patient Care Medical Practice, Chittagong     September 2009 – January 2013
Physician Assistant & Clinic Administrator

নীচের এই প্যারাগ্রাফে দেখুন, আমি কিছু কাজের অভিজ্ঞতা উল্লেখ করেছি। আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই গুলোর সাথে আমার কাজের কোন সম্পর্ক নাই, তাহলে কেন দিব? এই কাজ গুলোর সাথে আপনার কাজের কোন সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু সমাজ ও দেশের সম্পর্ক আছে। একজন সুনাগরিক হিসেবে আপনি এই কাজ গুলো করেছেন। এই অভিজ্ঞতা গুলো উল্লেখ করলে, নিয়োগকর্তা আপনার ব্যক্তিত্ব নিয়ে আঁচ করতে পারবেন। তাছাড়া অন্যান্য সিভির সাথে আপনার সিভির মুল্যবান পার্থক্য গুলো এখানে তিনি বুঝতে পারবেন। উচ্চ শিক্ষা কিংবা কাজের জন্য বিদেশে যেতে চাইলে, নীচের এই প্যারাগ্রাফ আপনাকে ভিসা পেতে সাহায্য করবে।

এই রকম কোন কাজের অভিজ্ঞতা না থাকলে, অন্তত পক্ষে বয়স্ক শিক্ষা, সামজিক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার কথা উল্লেখ করুন।

HUMANITARIAN & VOLUNTARY WORK EXPERIENCE:
♦ Working for Youth, The Career Centre Plus
♦ Blood Donation 25 times, British Blood Bank
♦ Green Cambridge Campaign, UK
♦ Ex. Coordinator, Share My Food. A Project for Homeless People.
♦ Ex. Fundraiser, British Heart Foundation, Cancer Research UK, Papworth Trust
♦ Ex President, Shandani Blood Donor Club, Noakhali
♦ Voluntary English Teacher, Rohingya Refugee Camp, Bangladesh

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ দ্বিতীয় পর্ব


একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ দ্বিতীয় পর্ব
এইটি একটি ধারাবাহিক পোস্ট হবে। তাই চোখ রাখুন সবসময়।

প্রফেশনাল সামারি আপনার দীর্ঘ অভিজ্ঞতা, অর্জন ইত্যাদি নিয়ে লেখা কয়েক লাইনের প্যারাগ্রাফ। এই বিষয়টি উন্নত বিশ্বে বহুল ব্যবহৃত। আমাদের দেশে অনেকেই ক্যারিয়ার অবজেক্টিভ নিয়ে লিখেন। একজন নিয়োগ দাতা সবসময় জানতে চান অতীতে আপনি কি ছিলেন, কেমন ছিলেন, অভিজ্ঞতা কি ইত্যাদি। আপনার ক্যারিয়ার অবজেক্টিভ তার কাছে পরের বিষয়। এইটা সিভির জন্য কোন মুখ্য বিষয় নয়।

নীচের প্যারাগ্রাফে দেখুন কিভাবে প্রফেশনাল সামারি লেখা হয়েছে। আপনি যদি কোন ক্লিনিক হাসপাতাল কিংবা এনজিও কাজ করে থাকেন, তখন কিছু প্রশাসনিক দায় দায়িত্ব পালন করতে হয়। এখানে নিজের পেশাগত দায়িত্বের পাশাপাশি আর কি কি দায়িত্ব পালন করা হয়েছে তার একটি ধারনা নিয়োগদাতা কে দেওয়া হয়েছে।
PROFESSIONAL SUMMARY
Healthcare professional with 15 years of experience in administration & EMS, looking to take next step in career progression. Past roles have helped build experience in healthcare regulatory compliance, clinical processes, public relations, budget and financial analysis, as well as employee and resource management. Have excelled in every prior position, producing results and growth that have exceeded expectations. Understand the role of a healthcare facility in local & refugee community, and have experience working in disaster place with civic leaders in public wellness initiatives.

এরার নীচের এই প্যারাগ্রাফটি দেখুন। এখানে আপনি কি কি কাজে অভিজ্ঞ, তার একটা তালিকা দেওয়া হয়েছে। এইটি সিভির জন্য অপশনাল। না দিলেও চলবে। তবে সিভি’র গুরুত্ব বাড়ানোর জন্য এইটি ব্যবহার করা হয়েছে।

CORE QUALIFICATIONS
♦ Emergency Medical and Humanitarian Services ♦ Human resources ♦ Relationship management ♦ Communication and listening skills ♦ Leadership ♦ Staff development ♦ Operations Management ♦ Acute Care Facility ♦ Budgeting and scheduling ♦ Logistics and coordination ♦ Database management ♦ Documentation and filing ♦ Hard-working Problem solving

নীচের এই অংশে নিজের ব্যক্তিগত কিছু ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে, সাথে ঠিকানা, ফোন নাম্বার, ইমেইল ও স্কাইপ আই ডি।  স্কাইপ আই ডি না দিলেও চলবে। বিদেশী চাকুরীদাতা প্রতিস্টান গুলো স্কাইপে ইন্টারভিউ নেন। তাই যারা বিদেশী নিয়োগ কর্তা বরাবর আবেদন করবেন, প্লিজ সাথে স্কাইপ আই ডি উল্লেখ করুন।

সিভিতে ফুল নেইম, জন্ম তারিখ, জেন্ডার, রিলিজিয়ন, বৈবাহিক অবস্থা, ইত্যাদি বাংলাদেশ সহ কিছু কিছু দেশে জানতে চাওয়া হয়। কিন্তু ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া’র বেশীরভাগ দেশে এই ইনফরমেশন কোন মূল্য নেই। তারা আপনার কাজের প্রতি আগ্রহী, ব্যক্তিগত বিষয়ের প্রতি নয়। তাই এই সব দেশে কোন সিভি সাবমিট করতে চাইলে, প্লিজ এই সব ব্যক্তিগত বিষয় এড়িয়ে চলুন, কারন এইসব ইনফরমেশনে তারা খুব বিরক্ত হয়।

PERSONAL PROFILE:
Full Name : Your Name
Date of Birth : 00-00-0000
Sex         : Fe/Male
Nationality : Bangladeshi
Marital Status : Single/Married
ADDRESS & CONTACT:
Vill:
P.S.:
Dist:
Email:
Phone:                    Skype:

এই লিখা গুলো কপি পেস্ট না করে নিজের মত কাস্টমাইজ করে নিন। 

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ প্রথম পর্ব

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ প্রথম পর্ব
এই পোস্ট টি অন্যান্য গ্রুপে আগে পোস্ট করেছিলাম। এই গ্রুপে কিছু সংশোধন ও পরিমার্জন করে পুনরায় পোস্ট করছি। 
এইটি একটি ধারাবাহিক পোস্ট হবে। তাই চোখ রাখুন সবসময়।

যেকোন চাকুরীর আবেদনে সিভি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সিভি নিয়োগদাতা কে জানিয়ে দিবে আপনার ব্যক্তিত্ব, আপনার কোয়ালিটি।

সিভি তৈরির আগে জেনে নিন কি কি বিষয় সিভিতে উল্লেখ করতে হয়।
১) নিজের একটি সংক্ষিপ্ত পরিচিতি
২) আপনার লক্ষ্য ও উদ্দেশ্য
৩) কাজের অভিজ্ঞতা
৪) শিক্ষাগত যোগ্যতা
৫) প্রশিক্ষণ
৬) রেজিস্ট্রেশন এবং লাইসেন্স
৭) কাজের দক্ষতা
৮) বাহ্যিক জ্ঞানঃ যেমনঃ ভাষা, কম্পিউটার, ড্রাইভিং ইত্যাদি।
৯) রেফারেন্স

এই বিষয়গুলো কম বেশী সবাই জানেন। তারপরও ভালো সিভি তৈরিতে সবাইকে কিছু না কিছু অসুবিধায় পড়তে হয়।

প্রথমে আসি, সিভি’র হেড লাইন নিয়ে। অনেকে সিভিতে হেড লাইন দেন এইভাবে Curriculum Vite of, Resume of. এই লিখাটি লেখার কোন প্রয়োজন নেই। কারন আপনার কাগজে প্রিন্টের ফরমেট দেখেই নিয়োগকর্তা বুঝে  যাবেন এইটা একটা সিভি। তাই এই লাইনটি উল্লেখ না করলে কোন সমস্যা নেই।

এখানে নিজের নামটি হাইলাইট করুন। বেশীরভাগ মানুষ সিভিতে Arial ফন্ট ব্যবহার করেন। কারন এই ফন্ট দেখতে খুব ক্লিয়ার, আর স্মার্ট। তাই সবসময় প্রথম থেকে শেষ এই ফন্টটি ব্যবহারের চেষ্টা করুন।

বাংলাদেশ সহ কয়েকটি দেশে সিভিতে ছবি দেওয়ার নিয়ম আছে। ছবি না দিলেও সংযুক্ত করে আলাদা ছবি দেওয়া হয়। ব্রিটেন, অ্যামেরিকাতে কোন ছবি দেওয়া হয় না। তাছাড়া পার্সোনাল ইনফরমেশনও থাকে খুব কম। কিন্তু আমাদের দেশে এইটি বিস্তারিত উল্লেখ করতে হয়।

নিজের নামটি Arial ফন্ট ব্যবহার করে সাইজ ২৫ থেকে ২৮ পর্যন্ত করুন। সিভির ডান পাশে উল্লেখ করুন। আর সিভির বাম পাশে ছবি দিন। নিজের নামের পর লিখুন আপনি কে, কি করেন। এখানে নীচের উদাহরণটি দেখুন, এটার একটি ছবি আছে। ছবিটি দেখে নিন।

Your NAME
BM&DC REGISTERED & CERTIFIED MEDICAL ASSISTANT
Dedicated to Provide Perfect Emergency Medical, Administrative and Humanitarian Services

প্রথম লাইনে নিজের নাম।
দ্বিতীয় লাইনে দেখুন আপনি কে? আপনি একজন বিএমডিসি রেজিস্টার্ড ও সারটিফাইড মেডিক্যাল এসিসটেন্ট। এই লাইন টি দেখার সাথে সাথে নিয়োগদাতা বুঝে যাবেন, আপনি বটতলার উকিল নন। আপনার একটা সরকারী অনুমোদন আছে, মানে আপনি যেনতেন কেউ নন।

তৃতীয় লাইনে দেখুন আপনি কি করেন, করতে চান? আপনি চিকিৎসা, মানবাধিকার সেবা মুলক কাজের জন্য নিজেকে উৎসর্গ করেছেন, করতে চান, সাথে আছে আপনার প্রশাসনিক দক্ষতা।

এই তিন লাইন আপনার সিভি কে একটা ষ্ট্যাণ্ডার্ড এ নিয়ে আসবে। আপনার পারসোনালিটি বাড়িয়ে দিবে। তাহলে শুরু করুন ধাপে ধাপে আপনার সিভি।

আপনি যদি অন্য কোন ফরমেটে সিভি তৈরী করতে চান, তাহলে নীচের এই লিংকটি তে প্রবেশ করে দেখতে পারেন।
https://shriresume.com/

বিডিজবস এ সিভি আপলোড নিয়ে শেষ পর্বে আলোচনা করা হবে। আপনাদের যে কোন প্রশ্ন কমেন্ট অপশনে করতে পারেন। 

Create your perfect CV with Alison's free online Resume Builder!

যারা সিভি তৈরীতে স্ট্রাগল করছেন, আপনারা এই সাইটে গিয়ে সহজে সকল তথ্য সনযোজন করে নিজেই নিজের সিভি তৈরী করে নিন।  
Create your perfect CV with Alison's free online Resume Builder!
Fill in, download, and impress your potential employer - CV Link

সিভি'র নমুনা ছবিতে দেখে নিন ।