শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

অনলাইন কোর্স সিভিতে কিভাবে উল্লেখ করবেন?

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ অনলাইন কোর্স পর্ব

অনলাইন কোর্স সিভিতে কিভাবে উল্লেখ করবেন?

এই বিষয়ে অনেক আগে একটা পোস্টে লিখেছিলাম। এর পরেও অনেকে কনফিউশনে ছিলেন। ইনবক্স এ অনুরোধ জানিয়েছিলেন। তাই এই পর্বটি তাদের জন্য।আপনারা যারা অনলাইনে পাবলিক হেলথ এর কোর্স করছেন, তারা এই অংশটি দেখলেই বুঝতে পারবেন, কিভাবে আপনার কোর্স গুলো সিভিতে উল্লেখ করবেন।

কোর্সের জন্য একটি হেড লাইন রাখুন। নীচের হেড লাইনটি দেখুন।


COURSES, TRAINING, WORKSHOPS & SEMINARS:

হেড লাইনে কে তিনটি অংশে ভাগ করুন
  1. MEDICAL
  2. PUBLIC HEALTH & MANAGEMENT
  3. NON-MEDICAL
MEDICAL অংশে লিখুন মেডিক্যাল বিষয়ক সব কোর্স গুলো। যেমন: BLS, ACLS, First AID, Internship ইত্যাদি। কিভাবে লিখবেন তা নীচে দেখে নিন।

MEDICAL:

· Advanced Cardiovascular Life Support Training (ACLS) May, 2016, Certified by American Heart Association· Basic Life Support Training (BLS) April, 2016, Certified by American Heart Association· First Aid Training, British Red Cross September, 2015· Internship, Noakhali General Hospital, Bangladesh January, 2000PUBLIC HEALTH & MANAGEMENT অংশে আপনার পাবলিক হেলথের সব কোর্স গুলো লিখুন। সাথে হেলথ ম্যানেজমেন্ট এর কোর্স করা থাকলে, তা উল্লেখ করতে পারবেন। নীচের অংশটি ভালোভাবে দেখুন।

PUBLIC HEALTH & MANAGEMENT:

· Governance and Health August, 2018, Certificate program by USAID, Johns Hopkins Bloomberg School of Public Health, Global Health eLearning Center.· Public Health Principles in Disaster & Medical Humanitarian Response August, 2018· Research Methodology for Disaster and Medical Humanitarian Response, Collaborating Centre for Oxford University and CUHK· Managing Gender-Based Violence in Emergencies, UNFPA July, 2018· Clinical Management Training, Ministry of Health & Family Welfare May, 2006NON-MEDICAL অংশে যে কোন নন-মেডিক্যাল কোর্স উল্লেখ করুন। যেমনঃ সিকিউরিটি কোর্স, ফায়ার সেফটি, কম্পিউটার প্রশিক্ষণ, ইন্ডাস্ট্রিয়াল সেফটি ইত্যাদি। কিভাবে লিখবেন তা নীচে দেখুন।

NON-MEDICAL:

· Basic & Advanced Security in The Field, United Nations March, 2018· Preparing & Responding to Active Shooter Incidents, United Nations March, 2018· Information Security Awareness (Foundational, Advanced & Additional) March, 2018, United Nations· Introduction to The Human Rights & Environment January, 2018, UNitr, UN Environment Programme· Fire safety and Industrial Management, World Bank, CCCI, DFID, IFIC July, 2005· Managing Customer Satisfaction, World Bank, CCCI, DFID, IFIC, EU June, 2005অনেকে আমার কাছে জানতে চেয়েছেন,

একই বিষয়ের উপর অনেক গুলো অনলাইন কোর্স করেছি। সব কোর্স কি আলাদা ভাবে উল্লেখ করতে হবে?

উত্তরঃ না, আলাদাভাবে উলেখ করতে হবে না। একটা উদাহরণ দেখুন। HIV/AIDS নিয়ে এখানে ১১টি কোর্স আছে।

Courses in the HIV/AIDS Certificate

  • Designing HIV Prevention Programs for Key Populations
  • Family Planning and HIV Service Integration
  • HIV/AIDS Legal and Policy Requirements
  • HIV/AIDS Surveillance
  • HIV Basic Biology, Epidemiology, and Prevention
  • HIV Stigma and Discrimination
  • Male Circumcision: Policy & Programming
  • M&E Frameworks for HIV/AIDS Programs
  • M&E Guidelines for Sex Workers, Men who Have Sex with Men, &…
  • M&E Guidelines for Sex Workers, Men who Have Sex with Men, &…
  • Mother-to-Child Transmission of HIV
যারা এই সব গুলো কোর্স শেষ করেছেন, আপনাকে সব কোর্সের নাম লিখতে হবে না। সবগুলোকে একসাথে একটি নামেই লিখবেন। উপরের ১১ টি কোর্স আলাদা ভাবে উল্লেখ না করে এইভাবে লিখুনঃ· Certificate Course in HIV/AIDS (11 Modules). 2018, Certificate program by USAID, Johns Hopkins Bloomberg School of Public Health, Global Health eLearning Center.
যারা ইন্ডাস্ট্রিয়াল সেইফটি বা অকুপেশনাল থেরাপি নিয়ে অনেক গুলো কোর্স করেছেন, তারাও এইভাবে নিয়ম ফলো করুন। আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে উল্লেখ করুন।
Share This
Previous Post
Next Post

Ashalamu-alaikum, I'm Shariar Mahamud Kabbo. I'm a Healthcare Professional . Welcome To My Largest Free Medical Books Download Site.

0 মন্তব্য(গুলি):