শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

বাংলাদেশের সরকারি স্বাস্থ্য সেবা এখন জনগণের দোরগোড়ায়!



আমাদের দেশের জনগনের বড় অংশ বসবাস করেন গ্রামে।
সুতরাং গ্রামের মানুষের কথা চিন্তা করে সরকারের স্বাস্থ্য মন্ত্রনলায় ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার লক্ষে প্রায় প্রত্যেক ওয়ার্ডে একটি করে সরকারী  কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন।
ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌছানোর লক্ষে দেশের  অধিকাংশ ইউনিয়নে স্থাপন করেছেন সরকারী ইউনিয়ন উপ-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র।
উপজেলা  পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌছানোর লক্ষে প্রতিটি উপজেলায় একটি করে সরকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করেছেন।
জেলা শহর পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌছে দেওয়ার লক্ষে প্রতিটি জেলায় রয়েছে সরকারী জেলা সদর বা জেনারেল  হাসপাতাল।
বিভাগীয় পর্যায়ে রয়েছে  সরকারী মেডিকেল কলেজ হাসপাতাল।
আর রাজধানীতে রয়েছে বিভিন্ন বিভাগের জন্য আলাদা আলাদা  বিশেষায়িত সরকারী হাসপাতাল।  
আসূন এবার  দেখে নেওয়া যাক কি কি সেবা পাওয়া যায় সরকারী এসব স্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতাল  থেকে –
→ কমিউনিটি  ক্লিনিকের সেবা সমূহ:
১.মহিলাদের প্রসব-পূর্ব (গভকালীন), প্রশবকালীন, প্রসব-উত্তর অত্যাবশ্যকীয় সেবা প্রদান এবং কোন জটিলতা দেখা দিলে যত দ্রুত সম্ভব জরুরী প্রসূতি সেবা কেন্দ্রে প্রেরন করা হবে ।
২. সদ্য প্রশতি মা(৬ সপ্তাহের মধ্যে) এবং শিশুদের (বিশেষত মারাত্বক পুষ্টিহীন, দীঘমেয়াদী ডায়ারিয়া এবং হামে আক্রন্ত) ভিটামিন এ ক্যাপসুল প্রদান ।
৩.মহিলা ও কিশোরীদের রক্তস্বল্পতা সনাক্ত করা এবং প্রয়োজনীয় প্রাথমিক ওষুধ প্রদান,  কিশোর কিশোরীদের প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা ও পরামর্শ প্রদান ।
৪. ইপিআই সিডিউল অনুযায়ী শিশুদের প্রতিষোদক (যক্ষা, ডিপথেরিয়া,হুপিং কফ, পোলিও ধনুষ্টংকার, হাম,হেপাটাইটিস-বি এবং ১৫-৪৯ বছর বয়সী মহিলাদের ধনুষ্টংকার প্রতিষেধক টিকাদান,
৫. ১৫ বছর বয়সের নিচের শিশুদের মধ্যে সন্দেহজনক একিউট ফ্লাক্সিড প্যারালাইসিস (এএফপি)সনাক্ত করে রেফার করা।
৬.সদ্যবিবাহিত ও অান্ত:সত্তা মহিলাদের নিবন্ধন করন , সম্ভব প্রসব তারিখ সমাগত হলে যোগাযোগ করা,জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা ।
৭. নবজাতকের অত্যাবশ্যকীয় সেবা প্রদান ।
→ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের সেবা সমূহ-
১.স্বাস্থ্য কেন্দ্রে আগত নারী-পুরুষ, বৃদ্ধ-যুব-শিশু সকলকে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।
২.ডায়রিয়া রোগীদের জন্য ও আরএস সরবরাহ করা হয়।
৩. হাসপাতালে আগত প্রসূতি রোগীদের এন্টিনেটাল চেকআপসহ প্রয়োজনীয় উপদেশ দেয়া হয় এবংআয়রন ট্যাবলেট সরবরাহ করা হয়।
৩. জাতীয় যক্ষ্মা ও কুষ্ঠ নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় যক্ষ্মা রোগীদের কফ পরীক্ষার জন্য কফ কালেকশন করা হয় এবং যক্ষ্মা কুষ্ঠ রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ কর হয়।
৪.শিশু ও মহিলাদের ইপিআই কার্যক্রমের আওতায় প্রতিষেধক টিকা দেয়া হয়।
৫.উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের স্বাস্থ্য, পুষ্টি ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা দেয়া হয়।
৬.উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত কিশোর-কিশোরী ও নব দম্পতিদের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনা করা হয়।
৭.প্রয়োজনে রোগীকে উপজেলা হাসপাতালে রেফার করা হয়।
→ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা সমূহ-
এখানে তিনটি বিভাগে ভাগ করা হয় হাসপাতালকে।
যেমন – জরুরী বিভাগ,বর্হিঃবিভাগ আর আন্তঃবিভাগ।
১.বহি:বিভাগে চিকিৎসা সেবা সমুহঃ-
বহি: বিভাগে আগতরোগীদের অবস্থাভেদে প্রয়োজনীয়  চিকিৎসা ও বিনামূল্যে  ঔষধ সরবরাহ করা হয়।
জটিল রোগীদের রোগ নির্ণয়ের জন্য বিনামূল্যে বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা, এক্স-রে, ইসিজি ইত্যাদি করে চিকিৎসা সেবা প্রদান করা হয়। তাছাড়া চিকিৎসা সার্থে আসা রোগীদেরকে মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন স্বাস্থ্য শিক্ষামূলক তথ্য প্রদর্শন করা হয়।
জটিল রোগীদের প্রয়োজনে হাসপাতালের অন্ত:বিভাগে ভর্তি করে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
তাছাড়া প্রসূতিরোগীদের  প্রসবপূর্বও প্রসবোত্তর  সেবাও প্রদান করা হয়।
২.অন্ত:বিভাগে চিকিৎসা সেবা :
জটিল ও কঠিন রোগীদের হাসপাতালের অন্ত:বিভাগে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান সহ বিনামূল্যে ঔষধ সরবরাহ, পথ্য সরবরাহ, ডেলিভারী সহ বিভিন্ন প্রকার মাইনর অপারেশন করা হয়। মুমূর্ষ রোগীদের উন্নততর চিকিৎসার জন্য সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ায় সরকারী এ্যাম্বুলেন্সের মাধ্যমে জেলা মেডিকেল কলেজ হাসপাতালে  রোগী রেফার করা হয়।
৩.জরুরী বিভাগে চিকিৎসা সেবা :
সার্বক্ষণিক  জরুরী বিভাগ খোলা রেখে যেকোন দূর্ঘটনায় আহতরোগীদের দ্রুত ব্যবস্থাপনা, কুকুরের কামড়, পানিতেডোবা ইত্যাদি রোগীসহ যাবতীয় ইমার্জেন্সী রোগীদের তাৎক্ষনিক চিকিৎসা প্রদান করে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা উন্নততর চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল অথবা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
তাছাড়া  স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী মোবাইল ফোনের মাধ্যমে রোগীদের প্রয়োজনে সার্বক্ষণিক চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদান করা হয়।
এছাড়া টিকাদান কর্মসূচী :
টিকাদান কর্মসূচীর মাধ্যমে  শিশুদের ডিফথেরিয়া, পোলিও, হুপিং কাশি, ধনুষ্টংকার, যক্ষা, হাম, জন্ডিস ও মেনিনজাইটিস -এই ৮টি মারাত্মক রোগের প্রতিষেধক টিকা প্রদান করে শিশুদেরকে  উল্লেখিত রোগের ঝুঁকি থেকে রক্ষা করা হয়।
→ জেলা সদর হাসপাতালের সেবা সমূহ-
এখানেও তিনটি বিভাগে হাসপাতাল ভাগ করে চিকিৎসা সেবা দেওয়া হয়।
যেমন-
 ১) অন্তঃবিভাগ
 ২)বহিঃবিভাগ
 ৩)জরুরী বিভাগ
→ সরকারী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা সমূহ-
এখানে মাত্র ১০ টাকার টিকিট দিয়ে জরুরী বিভাগ,বর্হিঃবিভাগ ও ২০ টাকায় আন্তঃবিভাগে ভর্তি থেকে চিকিৎসা সেবা নিতে পারবেন, সল্প খরচে পরিক্ষা নিরিক্ষা করতে পারবেন এবং সরকারিভাবে বিনা মূল্যে ওষুধ পাবেন।
এখানে দিন-রাত ২৪ ঘন্টা অপারেশন এর ব্যবস্থা থাকে এবং যেকোনো অপারেশন বিনা মূল্যে শুধু ঔষুধের সামান্য খরচ হয়।
আপনি চাইলে বিশেষায়িত হাসপাতালে আরও উন্নত মানের চিকিৎসা সেবা নিতে পারেন খুবই স্বল্প খরচে।
এছাড়াও বিনা মূল্যে আরও বিভিন্ন ধরনের সেবা পাবেন সরকারী হাসপাতাল থেকে।

 Blog Writer : রাকিব হাসান অভি
Share This
Previous Post
Next Post

Ashalamu-alaikum, I'm Shariar Mahamud Kabbo. I'm a Healthcare Professional . Welcome To My Largest Free Medical Books Download Site.

0 মন্তব্য(গুলি):