শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

সব উচ্চ শিক্ষা সম্মান বাড়ায়, কিন্তু সব উচ্চ শিক্ষা উপার্জন বাড়ায় না।


উচ্চ শিক্ষা মানে শুধু সার্টিফিকেট অর্জনের জন্য নয়, এমন বিষয় বেছে নিন, যা আপনাকে ভবিষ্যতে ভালো আয়ের সুযোগ দিবে। আমাদের সবার মুল উদ্দেশ্য কিন্তু উপার্জন। এইটুকু ভেবেই সাবজেক্ট পছন্দ করুন।
  • এমপিএইচ ভর্তির আগে ভালো করে ভাবুন, কোথায় কোথায় কাজের সুযোগ পাওয়া যাবে।
  • অপ্টোমেট্রি তে উচ্চ শিক্ষা নেওয়ার আগে দেখুন বৈধ ভাবে প্রাকটিস করতে পারবেন কিনা?
  • সাইকোথেরাপি অনেক ভালো সাবজেক্ট। কাজের সুযোগ প্রচুর। তেমনি ফিজিওথেরাপিতেও ভালো সুযোগ আছে।
  • কেউ যদি বিদেশে ডিগ্রী অর্জন করতে চান, তাহলে এমন বিষয় পছন্দ করুন, যা আপনাকে অস্ট্রেলিয়া, কানাডা, ইউ কে তে স্থায়ী বসবাসের জন্য সুযোগ করে দিবে।
আরো অনেক সাবজেক্ট এ পড়াশুনা করতে পারেন। অন্যের দেখাদেখিতে উচ্চ শিক্ষা নয়, ভিজিটিং কার্ড প্যাডে ব্যবহারের জন্য উচ্চ শিক্ষা নয়, উচ্চ শিক্ষা হোক আপনার ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা।
মোটকথা পা বাড়ানোর আগেই চিন্তা করবেন, কত খরচ করছেন, কত উঠে আসবে, কত লাভ পাবেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি সঞ্চয় করতে পারবেন। সব উচ্চ শিক্ষা সম্মান বাড়ায়, কিন্তু সব উচ্চ শিক্ষা উপার্জন বাড়ায় না।

 Blog Writer : Syed Jahed Hossain
Share This

Ashalamu-alaikum, I'm Shariar Mahamud Kabbo. I'm a Healthcare Professional . Welcome To My Largest Free Medical Books Download Site.

Related Posts

0 মন্তব্য(গুলি):