বুধবার, ৮ এপ্রিল, ২০২০

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ ষষ্ট পর্ব


একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ ষষ্ট পর্ব



BDJOBS ওয়েব সাইটে কোথায়, কিভাবে আপনার অনলাইন কোর্স উল্লেখ করবেন?
ছবিতে লাল রং এর বক্স ও লিখাগুলো ভালোভাবে দেখুন
আপনার BDJOBS একাউন্টে লগ ইন করে Edit Resume অপশনে ক্লিক করুন। এরপর মেনু বার থেকে Education / Training  অপশনে ক্লিক করুন। ক্লিক করার পর নীচে আরো তিনটি অপশন দেখতে পাবেন।
1) Academic Summary 
2) Training Summary 
3) Professional Certification Summary 
Academic Summary  তে ক্লিক করে আপনি আপনার সকল একাডেমীক শিক্ষাগত যোগ্যতার তথ্য সিরিয়াল ভাবে এন্ট্রি করুন।
যেমনঃ
১) এসএসসি SSC
২)এইচএসসি HSC
৩) ডিপ্লোমা  DIPLOMA
৪) ব্যচেলরBACHELOR
৫) মাস্টার্সMASTERS
৬) আল্ট্রাসাউন্ড কোর্স ULTRASOUND
৭) অপটোমেট্রি কোর্স  OPTOMETRY
Training Summary  তে আপনার সকল প্রশিক্ষন, কর্মশালা, ইন্টার্ন শীপ এর সকল তথ্য সিরিয়াল ভাবে এন্ট্রি করুন।
কি কি প্রশিক্ষন এখানে এন্ট্রি করতে পারবেন?
১) একাডেমীক শিক্ষার বাইরে যাবতীয় কোর্সের তথ্য
২) অনলাইন এডুকেশনের তথ্য
৩) কর্মস্থল থেকে প্রাপ্ত সকল প্রশিক্ষণের তথ্য
৪) ইন্টার্নশিপের তথ্য
৫) কোন সেমিনার, সিম্পোজিয়ামে অংশগ্রহণ করা থাকলে তার তথ্য
Professional Certification Summary তে আপনি আপনার সকল প্রফেশনাল লাইসেন্স এর তথ্য এন্ট্রি করবেন।
যেমনঃ
1) BMDC registration
2) Paramedic License
3) ACLS
4) BLS
5) PALS
6) ATLS
অনলাইন এডুকেশনের তথ্য কিভাবে এন্ট্রি করবেন?
Training Summary  তে ক্লিক করুন।
এখানে তথ্য এন্ট্রির জন্য বিভিন্ন বক্স দেখতে পাবেন।
Training Title
এখানে আপনার অনলাইন কোর্সের নাম এন্ট্রি করবেন
উদাহরণঃ Case Management Of Childhood Illnesses
Topics Covered
কোর্সটা যেই টপিকের অন্তর্ভুক্ত, তা উল্লেখ করবেন
উদাহরণঃ  Maternal and Child Health
Institute
যে অনলাইন পোর্টাল থেকে কোর্স করেছেন, তার নাম এন্ট্রি করবেন
উদাহরণঃ
Global Health E-Learning Center
Course Curriculum: Johns Hopkins Bloomberg School of Public Health
Location
এখানে অনলাইন উল্লেখ করবেন
উদাহরণঃ Online
Country
আপনার দেশের নাম দিবেন
উদাহরণঃ Bangladesh
Training Year
যে সনে ট্রেনিং করেছেন তা এখানে এন্ট্রি করবেন
উদাহরণঃ 2019
Duration
ট্রেনিং শেষ করতে আপনার কতদিন লেগেছে, তা উল্লেখ করবেন।
উদাহরণঃ 2 Days
এরপর SAVE অপশনে ক্লিক করে আপডেট করবেন।
বিঃ দ্রঃ
অনলাইন এডুকেশন আপনার শিক্ষার দ্বার যেভাবে উম্মুক্ত করেছে, আপনার নিজের উচিত পড়াশুনা করে সার্টিফিকেট অর্জন করা। পড়শুনা না করে সার্টিফিকেট অর্জনে, আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। তাই পড়শুনা ব্যতীত সার্টিফিকেট অর্জনকে No Pay MPH সবসময় নিরুৎসাহিত করে।

Share This
Previous Post
Next Post

Ashalamu-alaikum, I'm Shariar Mahamud Kabbo. I'm a Healthcare Professional . Welcome To My Largest Free Medical Books Download Site.

0 মন্তব্য(গুলি):