কেয়ার গিভার রেজুমী নিয়ে আমাকে অনেকে অনুরোধ জানিয়েছেন। কি রকম ফরমেট হবে, কি লিখবো, কি লিখবো না, ইত্যাদি ইত্যাদি। বংলাদেশের মত সিভি এবং রেজুমীর মিশ্রনে এখানে কিছু করা যাবে না। এই রেজুমীটা এক পেইজের করার চেষ্টা করতে হবে।
ছবি
রেজুমীতে ছবি অন্তর্ভুক্ত করাটা কোন দেশে কাজের জন্য আবেদন করছেন, তার উপর নির্ভর করে। এখানে আমি একটা তালিকা দিচ্ছি।
যে সকল দেশে রেজুমীতে ছবি অন্তর্ভুক্ত করবেন না-
• United Kingdom
• Ireland
• United States
যে সকল দেশে রেজুমীতে ছবি অন্তর্ভুক্ত করবেন-
• Austria
• Belgium
• France
• Germany
• Portugal
• Spain
• Scandinavian Countries
• Middle East
• Africa
• Asia
• South America
প্রফেশনাল টাইটেল
বরাবরের মতই নামের শেষে প্রফেশনাল টাইলে দুই তিন লাইনে লিখবেন। যেহেতু এটি কেয়ার গিভারের সিভি, তাই প্রফেশনাল টাইটেলে কিছুটা পরিবর্তন হবে। নীচে প্রফেশনাল টাইটেল দেখে নিন।
Your Name
Caregiver and BM&DC Registered Medical Assistant Practitioner
NHCPS Certified BLS, ACLS, PALS Provider
Dedicated to providing exceptional emotional, physical support and care
যোগাযোগ
আপনার সাথে যোগাযোগের মাধ্যম। পোস্টাল এড্রেস (আপনার বর্তমান ঠিকানা), ইমেইল এবং ফোন নাম্বার দিন কান্ট্রি কোড সহ।



PROFESSIONAL SUMMARY
প্রফেশনাল সামারি কীভাবে লিখতে হয়, তা অনেক পোস্টে দেখিয়েছি, যদিও এগুলতে আপনাদের কিছু যায় আসে না। আপনাদের প্রয়োজন রেজুমী ফরমেট। কপি পেস্ট করবেন। সহজ হিসাব। তাই বিস্তারিত না লিখে কীভাবে লিখেছি তা নীচে দেখে নিন।
PROFESSIONAL SUMMARY:
A versatile, enthusiastic, and competent (নিজের জন্য বিশেষন) BMDC registered MA and ACLS, BLS provider (পেশাগত প্রশংসা পত্র, রেজিষ্ট্রেশন কিংবা লাইসেন্স) patient care assistant (বর্তমান কাজের টাইটেল) with 4+ years (কাজের অভিজ্ঞতা) of professional experience. Exceptional ability to provide direct care in compliance with the facility’s patient care policies and offering advanced psychological management and physical care techniques as a caregiver (পেশাগত একটা লক্ষ্য). Delivered daily living assistance to 50+ residents in high-end senior living facility and effectively able to monitor medication, and implement care plans (স্কিল হাইলাইট) following provided instructions. At SocioCare, Maintained 94% positive client reviews (পেশাগত জীবনের অর্জন) for patience and a positive outlook. Promoted to Alzheimer's care lead for displaying patience and compassion.
PROFESSIONAL EXPERIENCE:
কাজের অভিজ্ঞতা কীভাবে সাজিয়েছি, তা দেখে নিন।
Caregiver and CMA
When You Need Us Home Care
January 2017 - Present




Freelance Caregiver
April 2014 – December 2016





Personal Care Aide
ABC Home Care Service
March 2011 – March 2014




EDUCATION & PROFESSIONAL QUALIFICATIONS:
এই অংশটিও অন্যান্য রেজুমীর মতই সাজিয়ে লিখুন।
EDUCATION & PROFESSIONAL QUALIFICATIONS:
Diploma in Medical Faculty (D.M.F) December 2009
NPC-MATS, Noakhali
The State Medical Faculty of Bangladesh
Medicine & Surgery (3 years academic + 1 year internship)
Secondary School Certificate (S.S.C).
March 2004
Sonaimuri Model High School
Education board, Comilla
GPA – 4.63 (Out of 5)
LICENSURES & CREDENTIALS
গুগল সার্চ করলে দেখবেন (যদিও গুগল সার্চে আপনাদের অনেকের অনীহা এবং যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার) কেয়ার গিভারদের কিছু প্রফেশনাল লাইসেন্স থাকে। কিন্তু আপনার না থাকলেও সমস্যা নেই। মেডিক্যাল এসিসটেন্ট রেজিষ্ট্রেশন এবং অন্যান্য লাইসেন্স গুলো উল্লেখ করে দিবেন।
LICENSURES & CREDENTIALS:
Bangladesh Medical & Dental Council, BM&DC, Registration No: D-00000
Basic Life Support (BLS) Provider, Exp. Date:
Advanced Cardiac Life Support (ACLS) Provider, Exp. Date:
Pediatric Advanced Life Support (PALS) Provider, Exp. Date:
COURSES, TRAINING, WORKSHOPS & SEMINARS:
এখন আসি প্রশিক্ষন বিষয়ে। যে সকল প্রশিক্ষন কেয়ার গিভারদের জন্য উপযোগী তার একটা লিস্ট নো পে এমপিএইচ গ্রুপে দেয়া আছে। এগুলোর লিংক গ্রুপেও দেয়া আছে।
COURSES, TRAINING, WORKSHOPS & SEMINARS:
Internship:
Noakhali General Hospital, Bangladesh July 2009 - March 2010
Medicine, Surgery & Gynaecology
Upazila Health Complex, Begumganj April 2010 - July 2010
Outdoor, Indoor & Emergency Management
Caregiver Relevant Training (প্রতিটি ট্রেনিং এর সাথে ট্রেনিং এর শিরোনাম, কোন অরগাইজেশন ট্রেনিং প্রদান করেছেন, এবং তারিখ উল্লেখ করুন। সদ্য পাওয়া ট্রেনিং টি আগে উল্লেখ করবেন। এরপর বাকী গুলো তারিখের সিরিয়াল মেইন্টেন করবেন)
Mental health Gap Action Programme (mhGAP)
World Health Organization
Palliative Care Course
Palliative Care Society of Bangladesh (PCSB)
Understanding Dementia
University of Tasmania
Preventing Dementia
University of Tasmania
Understanding Multiple Sclerosis (MS)
University of Tasmania
Depression: A Compassionate View
University of Derby
Understanding Autism, Asperger’s & ADHD
University of Derby
Bridging the Dementia Divide: Supporting people living with dementia
University of Derby
Understanding Parkinson's for health and social care staff.
UK Parkinson's Excellence Network.
Infection Prevention and Control (IPC) Médecins Sans Frontières (MSF)
Infection Prevention and Control (IPC) for Novel Corona Virus (Covid- 19)
World Health Organization
Standard Precautions-Hand Hygiene World Health Organization
Personal Protective Equipment (PPE) World Health Organization
HARD SKILLS এবং SOFT SKILLS এর জন্য আলাদা সেকশন রাখবেন। নীচের মত সাজিয়ে লিখবেন এবং পাশাপাশি লিখবেন

• Meal planning
• Severe illness knowledge
• Wheelchair usage
• Sanitary maintenance
• Health insurance paperwork

• Exceptional patience
• Empathic
• Effective communication
• Multitasking
• Calm during emergencies
অতিরিক্ত তথ্য গুলো নিচের মতই সাজিয়ে লিখুন
ADDITIONAL SKILLS:
Computer:

Languages:

Driving License:

Hobbies and Interests
এখানে আমি কেয়ার রিলেটেড Hobbies and Interests এর উদাহরন দেখিয়েছি। আগে অনেক পোস্টে আমি লিখেছিলাম, যদি Hobbies and Interests অন্তর্ভুক্ত করতে হয়, তা জব রিলেটেড হলে রেজুমীর কোয়ালিটি ভালো হয়।
Hobbies and Interests
When I am not caring for the elderly, I enjoy being a tutor for children on the weekends. Some children require extensive help with their work while others are just looking for someone to read to them. I am always willing to offer my help with anything asked of me, and many of the children I have tutored over the years have gone on to excel in the classroom.
রেফারেন্স দিলে রেজুমী প্রফেশনাল দেখা যায়।
REFERENCE:
Dr. A B C D Dr, X Y Z
Principal, Chairman,
My MATS, Noakhali My Care Home
Phone No: ০০০০০০০০ Phone: ০০০০০০০০০০০
Email: Email:
Dr, X Y Z
Chairman,
My Care Home
Phone: ০০০০০০০০০০০
Email:
Post Writer : Syed J Hossen
0 মন্তব্য(গুলি):