বুধবার, ৮ এপ্রিল, ২০২০

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ তৃতীয় পর্ব


একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ তৃতীয় পর্ব

প্রতিটি নিয়োগকর্তা কাউকে নিয়োগ প্রদানের সময় শিক্ষাগত যোগ্যতার চেয়ে কাজের অভিজ্ঞতাকে গুরুত্ব দেন বেশী। তাই সিভিতে কাজের অভিজ্ঞতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কাজের অভিজ্ঞতার ধরন দেখেই নিয়োগকর্তা বুঝে যান, আপনি কোন কাজের কাজী। নিয়োগকর্তার টার্মস এন্ড কন্ডিশন আপনি কতটুকু ফুলফিল করতে পারছেন, তা আপনার কাজের অভিজ্ঞতা বলে দিবে।

কাজের অভিজ্ঞতা সিভিতে উল্লেখ করার সময় যে সব বিষয়ের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজনঃ
১) সবসময় বর্তমান কর্মস্থলের বিবরণ প্রথমে দিবেন।
২) এর পর পর্যায়ক্রমে দিন তারিখ উল্লেখ করে পূর্ব অভিজ্ঞতা উল্লেখ করবেন।
৩) ৩ থেকে ৫ এর অধিক কাজের বিবরণ দিবেন না। এতে নিয়োগকর্তা আপনার প্রতি বিরক্ত এবং বিরূপ ধারনা পোষণ করতে পারেন। ঘন ঘন চাকুরী বদল করা একধরনের মানসিক রোগ। নিয়োগকর্তা আপনাকে সেই ধরনের রোগী মনে করতে পারেন। তাই বেশী কাজের বিবরণ দিবেন না।
৪) এক কর্মস্থল থেকে অন্য কর্মস্থলে যোগদানে, কোন রূপ কিংবা কোন প্রকার গ্যাপ সময় রাখবেন না। এতে নিয়োগকর্তা আপনাকে সাময়িক বেকার হিসেবে চিহ্নিত করবেন।
৫) আপনার ভিন্ন ভিন্ন কাজের অভিজ্ঞতা থাকলে, প্রতিটি কাজের বিবরণ এর নীচে আপনার অফিসিয়াল কি কি দায় দায়িত্ব ছিল, তা উল্লেখ করুন। যদি সব কাজের বিবরণ একই রকম থাকে, তাহলে আলাদা প্যারাগ্রাফে একবারই লিখুন।
এখানে ছবি এবং নীচের প্যারাগ্রাফে দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজের অভিজ্ঞতা উল্লেখ করেছি। আমি কোন গ্যাপ টাইম রাখিনি।

PROFESSIONAL EXPERIENCE:
Médecins Sans Frontières, MSF Spain. JMS Project      September 2017 – Present
Medical Assistant
Icddr’b Cox’s Bazar, Bangladesh    November 2015 – August 2017
Paramedic / Medical Assistant
St Johns Hospital, Chittagong    February 2013 – August 2015
Sub Assistant Medical Officer  
 
Patient Care Medical Practice, Chittagong     September 2009 – January 2013
Physician Assistant & Clinic Administrator

নীচের এই প্যারাগ্রাফে দেখুন, আমি কিছু কাজের অভিজ্ঞতা উল্লেখ করেছি। আপনার মনে প্রশ্ন আসতে পারে, এই গুলোর সাথে আমার কাজের কোন সম্পর্ক নাই, তাহলে কেন দিব? এই কাজ গুলোর সাথে আপনার কাজের কোন সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু সমাজ ও দেশের সম্পর্ক আছে। একজন সুনাগরিক হিসেবে আপনি এই কাজ গুলো করেছেন। এই অভিজ্ঞতা গুলো উল্লেখ করলে, নিয়োগকর্তা আপনার ব্যক্তিত্ব নিয়ে আঁচ করতে পারবেন। তাছাড়া অন্যান্য সিভির সাথে আপনার সিভির মুল্যবান পার্থক্য গুলো এখানে তিনি বুঝতে পারবেন। উচ্চ শিক্ষা কিংবা কাজের জন্য বিদেশে যেতে চাইলে, নীচের এই প্যারাগ্রাফ আপনাকে ভিসা পেতে সাহায্য করবে।

এই রকম কোন কাজের অভিজ্ঞতা না থাকলে, অন্তত পক্ষে বয়স্ক শিক্ষা, সামজিক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়ার কথা উল্লেখ করুন।

HUMANITARIAN & VOLUNTARY WORK EXPERIENCE:
♦ Working for Youth, The Career Centre Plus
♦ Blood Donation 25 times, British Blood Bank
♦ Green Cambridge Campaign, UK
♦ Ex. Coordinator, Share My Food. A Project for Homeless People.
♦ Ex. Fundraiser, British Heart Foundation, Cancer Research UK, Papworth Trust
♦ Ex President, Shandani Blood Donor Club, Noakhali
♦ Voluntary English Teacher, Rohingya Refugee Camp, Bangladesh

Share This
Previous Post
Next Post

Ashalamu-alaikum, I'm Shariar Mahamud Kabbo. I'm a Healthcare Professional . Welcome To My Largest Free Medical Books Download Site.

0 মন্তব্য(গুলি):