বুধবার, ৮ এপ্রিল, ২০২০

একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ পঞ্চম পর্ব


একটি ভালো সিভি কিভাবে তৈরি করবেনঃ পঞ্চম পর্ব

কাজের অভিজ্ঞতা প্যারাগ্রাফে আপনার কাজের জায়গা, যোগদানের সময় ও আপনার পজিশন আগেই উল্লেখ করা হয়েছে। কিন্তু আপনার কাজের দায়িত্ব ও দক্ষতা নিয়ে কোন বিবরণ তখন উল্লেখ করা হয়নি। একজন চিকিৎসক হিসেবে আপনার দায়িত্ব সবজায়গায় মোটামুটি একই। তাই এই বিবরণটি বারবার না লিখে একবারই লেখা ভালো। এখানে নীচের প্যারাগ্রাফে দেখুন। একজন চিকিৎসক হিসেবে কি কি দায়িত্ব আপনি পালন করতে পারেন, কি কি দক্ষতা আপনার আছে, তার একটি বিবরণ দেওয়া হল। একজন চিকিৎসক হিসেবে মেডিসিন ও সার্জারি ছাড়াও আপনাকে কিছু প্রশাসনিক ও ব্যবস্থাপনা বিভাগে দায়িত্ব পালন করতে হয়। এখানে সেই গুলো উল্লেখ আছে। এই প্যারাগ্রাফ কে তিনটি সাব প্যারাগ্রাফে ভাগ করা হয়েছে। প্রতিটি ভাগেই আপনার কি কি দক্ষতা আছে তার বিবরণ দেওয়া আছে। আপনি আপনার দক্ষতা অনুসারে আপনার সিভি সাজিয়ে নিন।
PROFESSIONAL SKILLS:
Medicine & Surgery
♦ Responded quickly to medical emergencies ♦ Accident and emergency (A&E) medicine experience. ♦ Keeping up to date with the latest treatments, medicines and medical developments ♦ Experience of providing care to patients on hospital wards and outpatient department. ♦ Assisted in the operating theatres in surgical operations. ♦ A willingness to accept responsibility. ♦ Experience of working in a pressurized environment. ♦ Assessed healthcare needs ♦. Assessed patient condition through physical and verbal exams and by collecting information from witnesses. ♦ Assessing patients, providing emergency treatment and making diagnoses ♦ Monitoring and administering medication, pain relief and intravenous infusions ♦ Dressing wounds/injuries ♦ Using specialist equipment including ventilators and defibrillators ♦ Reading ECG ♦ Verifies patient information by interviewing patient; recording medical history. ♦ Promoted immunization on a national level & Refugees
ICU
♦ Administered and implemented all physician order accurately. ♦ Assisted patients in admitting and discharge of all patients. ♦ Maintained record of all nursing functions and provided update to it. ♦ Participated in various counseling sessions for health and emotional support to patients. ♦ Analyzed patient treatment plan and prioritized patient requirements. ♦ Monitored patient care plans and implemented as per facility requirements. ♦ Ensured compliance to all policies guidelines and procedures.
Administrative & Management
♦ Experience of the day to day management of a busy doctors practice surgery. ♦ Able to lead and motivate staff, Managed & Supervised a team of 15 to 25 for optimal success. ♦ Ability to prioritize workloads during busy periods. ♦ Logged and filed records and documents ♦ Coordinated with external audit teams conducting compliance checks on four separate occasions ♦ Meet with physicians and staff to ensure clinical and administrative policies were followed for compliance and better quality of care and understand their frustrations and concerns to ensure an adequate support system. ♦ Trained junior employees on proper use of equipment and safety ♦ Attend disaster management trainings time to time ♦ Maintain patient information in enterprise electronic medical record & all clinical documentations up-to-date ♦ Monitor facility compliance to all organizations standards, and arrange continuing education opportunities for clinic employees ♦ Coordinated with management to implement safety and sanitation standards ♦ Developed best practices to provide optimal patient care services ♦ Updates job knowledge by participating in educational opportunities; reading professional publications ♦ Made schedules for all three shifts and ensured all employees were present or shift was covered

উপরের এই সব দক্ষতা ছাড়াও আপনার আর কিছু দক্ষতা অতিরিক্ত দক্ষতা প্যারাগ্রাফে উল্লেখ করতে পারেন। যেমন কম্পিউটার এ দক্ষতা, ভাষাগত দক্ষতা, ইত্যাদি। এখানে আমি কম্পিউটার ও ভাষা ছাড়াও আরো দুইটি উল্লেখ করেছি। যেমন ড্রাইভিং। আইসিডিডিআরবি সহ কয়েকটি এনজিও তে ড্রাইভিং জানা বাধ্যতামূলক। আমাদের মধ্যে অনেকে ড্রাইভিং জানেন। আশাকরি আপনার এই স্কিল টি উল্লেখ করবেন। অনেকে মেডিক্যাল বিষয়ে লেখালেখি করেন, বিভিন্ন ব্লগে, ফেসবুকে, আবার অনেকে মেডিক্যাল গাইড বই ও প্রকাশ করেন। এই গুলো আপনার এক ধরনের স্কিল। এই স্কিল গুলো পাবলিকেশন প্যারাগ্রাফে উল্লেখ করবেন। এতে নিয়োগ কর্তা আপনার সৃজনশীলতা নিয়ে ধারনা পাবেন।

ADDITIONAL SKILLS:
Computer:
♦ Medical programs & databases.
♦ Familiar with other Microsoft software and internet information servers.
Publications:
♦ DOCTORS (MATS Admission Guide, Series Book)
♦ Nirbak Attmoshomorpon (Published on 2013, by Symphony)
♦ Chandra Batha (Published on 2014, by Symphony)
♦ The CV (Published on 2017, by Khan Publications)
♦ Published Blogs in Various blogsites and facebook
Languages:
♦ Excellent oral and written communication skills in English, Bengali, Chittagong & Rohingya.
Driving License:
♦ Full Clean Driving License

রেফারেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি কাজের জায়গায় আবেদনে এক একাধিক রেফারেন্স এর জন্য বলা হয়। তাই সবসময় এমন রেফারেন্স দেওয়ার চেস্টা করবেন, যিনি আপনার সম্পর্কে ভালো জানেন। রেফারেন্স এর ক্ষেত্রে একটি আপনার শিক্ষক অন্যটি আপনার পূর্বের কাজের জায়গার বস, সুপারভাইজারের হওয়া ভালো।
রেফারেন্স এর ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ঃ
১) ম্যাটস এ যে শিক্ষকের সাথে আপনার সম্পর্ক সবচেয়ে ভালো, একাডেমিক এ তার রেফারেন্স দিন।
২) বর্তামান কাজের জায়গায় যে বসের সাথে আপনার সম্পর্ক সবচেয়ে ভালো, প্রফেশনাল এ তার রেফারেন্স দিন।
৩) রেফারেন্স দেওয়ার পূর্বে আপনার শিক্ষক ও বসের অনুমতি নিন।
৪) রেফারেন্স দাতার বিনা অনুমতিতে তার ফোন কিংবা ইমেইল সিভি তে উল্লেখ করবেন না। সবসময় তাদের ফোন ও ইমেইল আপডেট রাখুন।
৫) যে কোন জবে আবেদনের সময় এবং ইন্টারভিউ এর আগে রেফারেন্স দাতার সাথে যোগাযোগ করে তাঁকে বিস্তারিত অবহিত করবেন, এতে আপনার সম্পর্কে রেফারেন্স দিতে তার সুবিধা হবে।
৬) এই বিষয়টিতে সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করুন।
REFERENCE:
Mr. Abc Def Dr. Ghi Jkl
Lecturer Managing Director
Noakhali MATS Your Job Hospital Ltd
Phone: 123456 Phone: 123456
Email: drabc@email.com Email: drghi@email.com

আপনার সিভি কোচিং এখানেই শেষ। আগামীকাল শেষ পর্ব। এই শেষ পর্ব হবে সব প্রশ্নোত্তর নিয়ে। তাই আপনাদের যেকোন প্রশ্ন কমেন্ট বক্স এ উল্লেখ করুন। আমি চেষ্টা করব একটা ভালো সিভি ফরমেট তৈরি করতে। তবে আপনারা নিজেরা চেষ্টা করুন আগে। ভালো থাকুন।

অনেকে সিভিতে নিজের শখ নিয়ে একটি প্যারাগ্রাফ রাখেন। ভুলেও এই কাজ করবেন না। নিয়োগকর্তা আপনার শখ জেনে কি করবেন, তার দরকার আপনার স্কিল, আপনার কাজ, শিক্ষা, অভিজ্ঞতা। আপনার শখ কি, তা জেনে উনার কি লাভ? এতে বেশিরভাগ নিয়োগ কর্তা বিরক্ত হোন।

Share This
Previous Post
Next Post

Ashalamu-alaikum, I'm Shariar Mahamud Kabbo. I'm a Healthcare Professional . Welcome To My Largest Free Medical Books Download Site.

0 মন্তব্য(গুলি):