শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

আমরা পিছিয়ে আছি কেন?


আমাদের সবার মধ্যে একটা বিষয় সবসময় কাজ করে, আমরা কেন পিছিয়ে পড়ছি, কেন পিছিয়ে আছি। একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন, উত্তর পেয়ে যাবেন। আমি একটু সহজ করে দিচ্ছি।
১) ভর্তির সময় একটা বিষয় কাজ করেছে, পাস করলেই চাকুরী। কোনভাবে পাস করলেই হোল।
২) শুরু করেছি এস এন পান্ডে’র বাংলা এনাটমি বই দিয়ে।
৩) স্কুলের কথা বাদই দিলাম। ডিপ্লোমা পড়তে গিয়ে প্রতি পদে পদে ইংরেজীকে অবহেলা করেছি।
৪) আমরা সবার সেরা। কারো গাইড লাইন আমাদের লাগে না। আমিই আমার শ্রেষ্ট গাইড।
৫) সিলেবাস ও বিগত বছরের প্রশ্ন ফলো করে তিন বছর পরীক্ষা দিয়েছি। সব বিষয়ে এক চান্সে পাস করে চান্স মেরেছি। কিন্তু নিজের ফিউচার চান্স হারিয়ে ফেলেছি, সেইটি মাথায় একদম আসে না।
৬) পাঠ্য সুচির বাইরে পড়া লেখায় অনাগ্রহ।
৭) তিন বছর পড়া লেখার পর আরো অনেক বিষয় জানার আছে, তা বুঝেও চুপ মেরে আছি।
৮) চাকুরী চাই, চাকুরী চাই বলে ফেসবুকের গ্রুপে ফাটিয়ে দিচ্ছি, কিন্তু চাকুরী করার জন্য বিশেষ দক্ষতা গুলো কি কি সেই বিষয়টি কখনো জানার চেষ্টা করি না।
৯) গলায় স্টেথো লাগিয়ে হাটা চলাকে গর্বিত মনে করি, কিন্তু স্টেথোর কি কি কাজ তা ১০ ভাগও ভালো ভাবে না জেনে সবজান্তার ভান ধরি।
১০) একটি ভালো সিভি কিভাবে লিখতে হয়, তা বাদই দিলাম, চর্চা করার মানসিকতাটা আমাদের নেই।
১১) চাকুরীর জন্য মামা খালু নামক ভুত আমাদের ঘাড়ে চেপে বসেছে। তাকে নামানোর ইচ্ছা আমাদের নেই।
১২) ১৫ লক্ষ টাকা ঘুষ দিয়ে সরকারী চাকুরী নিতে রাজী, কিন্তু ১৫ লক্ষ টাকা কিভাবে আসবে, কিভাবে পরিশোধ করব? কেউ চিন্তা করতে রাজী নয়।
১৩) মিডিয়ায় সরকারী চাকুরীরজীবিদের অবৈধ উপায়ে কোটি কোটি টাকা আয়ের খবর সরকারী চাকুরীর প্রতি আমাদের লোভ বাড়িয়ে দিয়েছে।
১৪) ৪ বছর পড়াশুনা শেষ করে নিজেকে অনেক বড় ডাক্তার ভাবা শুরু করেছি।
১৫) আমরা নিজেরা ভালো কিছু করি না, আবার অন্য কেউ ভালো কিছু করলে তা মেনে নিয়ে পারি না, সাধুবাদ জানাতে আমাদের খুব কষ্ট হয়।
১৬) সরকারী চাকুরী পাওয়ার পর ইমারজেন্সিতে ভাগ বাটোয়ারা নিয়ে ওয়ার্ড বয়দের সাথে প্রতিযোগিতা করা।
১৭) আরো অনেক কারণ……।

Blog Writer : Syed Jahed Hossain
Share This
Previous Post
Next Post

Ashalamu-alaikum, I'm Shariar Mahamud Kabbo. I'm a Healthcare Professional . Welcome To My Largest Free Medical Books Download Site.

0 মন্তব্য(গুলি):