বিশ্বব্যাপি করোনার সংক্রমণ কমে আসার প্রেক্ষিতে দেশেও যে স্বস্তি ফিরে এসেছিল মাত্র এক মাসের ব্যবধানে তা আবার রুপ পাল্টে ফেলেছে। গত বছরের জুলাই মাসে একদিনে ৪০১৯ জনের দেহে শণাক্তকে যখন সর্বোচ্চ সংক্রমণ ধরা হয়েছিল তার থেকেও এবার তা ছাড়িয়ে গেছে। গত ২৯ মার্চ সর্বোচ্চ সংক্রমণ হয়েছে ৫ হাজার ১শ ৮১ জনের। গত ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে দেশে মৃত্যুর সংখ্যা ৫ জনে কমে এলেও মার্চের শেষ সপ্তাহে সেই গতি উর্দ্বশ্বাসে ছুটছে। মোট সংক্রমণের পরিমাণও ৬ লাখ ছাড়িয়ে গেছে।
এ অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, এ অবস্থা চলতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক সেব্রিনা ফ্লোরা সবাইকে সতর্ক হবার আহবান জানিয়েছেন।২৯ মার্চ অনেকদিন পর এক সংবাদ সম্মেলন করে তিনি বলেন, বিশ্বব্যাপি করোনার টিকারও সংকট দেখা দিয়েছে। ফলে দেশে নতুন করে প্রথম ডোজ ও আগে প্রাপ্ত সবাইকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া নিয়ে সংশয় তৈরি হতে পারে। স্বাস্থ্যবিধি মানাতে জেলায় জেলায় শুরু হয়েছে অভিযান।
করোনা ভাইরাসে আক্রান্ত রোগির সেবা দিতে নতুন করে কোভিড-১৮ ডেডিকেটেড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। এ মুহুর্তে দেশে চলছে করোনার টিকাদান প্রক্রিয়া। যারা ১ম ডোজ নিয়েছেন তাদেরকে দ্বিতীয় ডোজ দেয়ার প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। উপহার আর কেনাসহ দেশের এসেছে ১ কোটি ২ লাখ ডোজ টিকা। তবে ভারত থেকে টিকা রপ্তানী বন্ধ হয়ে গেছে দেশে প্রথম ডোজের টিকা দেয়া বন্ধ হয়ে যেতে পারে বলে বিবিসিকে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মুখপাত্র ডা. মোহাম্মদ রোবেদ আমিন বিবিসিকে বলেন, ‘‘ভারত যদি টিকা রপ্তানী বন্ধ করে দেয় এবং তার ফলে আর কোনো টিকা যদি না আসে তাহলে নতুন করে টিকা দেয়া কঠিন হয়ে পড়বে।’’
স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা পাঁচ লাখ ৮৮ হাজার ১৩২ জন। মারা গেছেন ৮ হাজার ৮৩০ জন।
মহামারি করোনা বিশ্বজুড়ে প্রতিদিনই নতুন চেহারায় রুপ নিচ্ছে। সেইসঙ্গে বিশ্বের বিভিন্ন জনপদে আক্রান্ত করছে অসংখ্য মানুষকে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রাণ গেছে আরও ১১ হাজারের বেশি মানুষের। বিশ্বে মোট আক্রান্ত ১২ কোটি ৬৭ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ২৭ লাখ ৮০ হাজার পার হয়েছে।
ব্রাজিলে লাগামহীনভাবে বাড়ছে সংক্রমণ। দেশটিতে রেকর্ড ৩ হাজার ৬শ’ প্রাণ গেছে একদিনে। সাড়ে ৮২ হাজারের ওপর নতুন আক্রান্ত শনাক্ত। দেশটির মোট প্রাণহানি ৩ লাখ ৭ হাজার ছাড়িয়েছে।
একদিনে পরাশক্তি যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে আরও ১ হাজার ২১৬ জনের। ৫ লাখ ৬১ হাজারের ওপর মোট মৃত্যু। নতুন আক্রান্ত শনাক্ত প্রায় ৭৪ হাজার। শুক্রবার ৬শ’য়ের কাছাকাছি মৃত্যু হয়েছে স্পেন ও মেক্সিকোয়।
এছাড়া ইতালি ও পোল্যান্ডে মারা গেছে সাড়ে চারশ’র মতো মানুষ। ২০১৯ সালের শেষ দিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তির মৃত্যুর ঘোষণা আসে ১৮ মার্চ।
0 মন্তব্য(গুলি):