রবিবার, ১২ এপ্রিল, ২০২০

কিডবীর অসুখ - পর্ব ১ CKD(Chornic KidneY Disease)

কিডনির অসুখ পর্ব-১

CKD(Chornic KidneY Disease) অথবা Chornic Renal Failure


দীর্ঘদিন ধরে কিডনির বা বৃক্কের রোগ চিকিৎসার খরচ ব্যয়বহুল ও রোগী মূত্যুর দিক থেকে ড্যাঞ্জারাস জোনের তিন নম্বর অবস্থানে আছে সমগ্র বিশ্বে!

একটা পরিবারের একজন ব্যক্তির হলে সে পরিবারে ধ্বংস বা ফতুর বা লালবাতি জ্বালা ছাড়া উপায় নাই!! খোদার কাছে দরুদ যেন, এমন রোগ থেকে আমাদের মুক্ত রাখে!

প্রথমে জানি,কিডনি মানব দেহের মুল্যবান অঙ্গ!মানব কোষের বিপাকের সৃষ্ট নাইট্রোজেন ঘটিত বর্জ্য নিস্কাশন রেচনতন্ত্রে হয়ে থাকে,এর মধ্যে প্রায় ৮০ভাগ কিডনির মাধ্যমে সর্ম্পুন হয়।
উভয় কিডনি ১৩০০মি.লি. ব্লাড গ্রহন করে প্রতি মিনিটে,প্রায় ২৬% কার্ডিয়াক আউটপুট!
একদিনে বা ২৪ ঘন্টায় প্রায় ১৮০ লিটার ব্লাড বা সমগ্র ব্লাডকে ২০-২৫ বার ফিল্টার করে।

Function(কিডনির কাজ)

🔰 Role in Hemeostasis:

*প্রাথমিক ভাবে কিডনি মুত্র তৈরি করা
*রক্তের প্রোটিন বিপাকে সৃষ্ট নাইট্রোজেনযুক্ত পদার্থ অপসারণ,( urea,uric acid,Creatinine,Bilirubin etc)

*দেহের পানির ভারসাম্য রক্ষা করা
*Maintenance of Electrolyte Balance
(রক্তের সোডিয়াম,পটাসিয়াম,ক্যালসিয়াম,ফসফেট এবং ক্লোরাইড ও লবণের পরিমান নিয়ন্ত্রন করা)
*Acid-Base Balance( অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা)

🔰 Hemopoietic:
*Secreting Erythropoietin(এরিথ্রোপোয়েটিন) important stimulating Factor Erythropoiesis.

🔰 Endrocrine :
*হরমোন নি:সরণ
* Thrombopoietin
*Erythropoietin
*Renin
*1,25 -dihydroxycholecalciferol
*Prostaglandins

🔰 Regulation of blood pressure

*রক্তচাপ নিয়ন্ত্রণ করা,
২টি ধাপে,
1.Regulating the volume of extracellular Fluid
2.Renin-Angiotensin Mechanism

🔰 Regu..of Blood calcium level
*রক্তের ক্যালসিয়াম লেভেল নিয়ন্ত্রণ!ভিটামিন ডি৩.

Signs and Symptoms (লক্ষন বা বুঝার উপায় CKD)

☑ CNS~মাথা ব্যাথা,চোখের দৃষ্টিশক্তির পরিবর্তন,খিচুনি,দু:চিন্তা,এলোমেলো জীবন যাপন,কমা!

☑ CVS- উচ্চ রক্তচাপ,পেরিকার্ডাটিস,হার্ট ফেইলর,পেরিফেলারভাস্কুলার ডিজিস.

☑ Respiratory:শ্বাস-প্রস্বাস এ কষ্ট অনুভব,কাশি!

☑ GI- বমি বমি ভাব,বমি করা,ক্ষুদা মন্দা,ডায়েরিয়া!

☑ Renal- ঘন ঘন প্রসাব,মুত্র কম হওয়া,মুত্রের সাথে রক্ত,প্রোটিন ইত্যাদি যেতে পারে,ইডিমা(শরীরের বিভিন্ন অংশ ফুলে যাওয়া বা পানি আসা,বিশেষ করে-পায়ের পাতা,গুড়ালির গাঁটে ও মুখে)
 ☑ Renal osteodystrophy- মাংশ পেশীতে ও হাড়ে ব্যাথা,হাড় ক্ষয়ের রোগ, হাড় সহজেই ভেংগে যেতে পারে,হাইপারপেরাথাইরিডিজম!
 ☑ Anaemia-রক্ত শুন্যতা দেখা দিতে পারে,তারজন্য শরীরের রং পরিবর্তন হতে পারে (Pallor)
 ☑ Platelet Abnormality : নাক দিয়ে রক্ত পড়তে পারে!

☑ Skin- শরীর চুলকাতে পারে!

☑ Endrocrine : পুরুষ লোকদের সেক্স বা কাম শক্তি কমে যেয়ে থাকে,মহিলাদের পিরডে সমস্যা দেখা দিতে পারে,সন্তান ধারন অক্ষমতা,পলিনিউরোপ্যাথি. ইতি+আদি!!!

Causes of CKD(কিডনি বিকলের কারণ)

✔ HTN(উচ্চ রক্তচাপ)- Damage glomeruli parts of the kidney,involved in filtering waste produces.

✔ Diabetics(ডায়াবেটিকস) - টাইপ ১ ও ২ দুটোই তে হতে পারে। ডায়াবেটিস রোগিদের সাধারনত ১০ দশ বছর পর থেকে রেনাল ফেইলর হয়ে থাকে,Exces sugar can accumulation in Blood.

✔ Glomerulonephritis: a term Several kidney Disease (Both kidney Affecting by Inflammation)

✔ Myeloma (plasma cell cancer)

✔ Infective and obstructive and reflux Nepropathy

✔ Kidney Artery Stenosis: Renal Artery Narrowing or Blocked.
 ✔ NSAIDS :দীর্ঘদিন ব্যাথার ঔষুধ সেবনের ফলেও CKD হতে পারে!

♻ Alcohol :অতিরিক্ত মদ,হিরোইন,গাজা ও বিভিন্ন নেশা যাতীয় দ্রব্য CKD হতে পারে!

✔ Connective Tissue Disease:Auto Antibody produced

✔ Sickle cell Anaemia

✔ Fetal Development problem

✔ SLE

✔ kidney stone

✔ Atheroscleosis

✔ Congenita and Inherited(Polycystic kidney disease & Alport's syndrome)

ইত্যাদি।

ধন্যবাদ পরবর্তী অংশ ২ পর্বে দেওয়া হবে

Classification,Risk factor,Management, Prevention ete

▶ Blog Writer : মোস্তফা লিখন

Share This
Previous Post
Next Post

Ashalamu-alaikum, I'm Shariar Mahamud Kabbo. I'm a Healthcare Professional . Welcome To My Largest Free Medical Books Download Site.

0 মন্তব্য(গুলি):