সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

কিডনির অসুখ - পর্ব ২ Chornic KidneY Disease (CKD)

কিডনির অসুখ - পর্ব ২

Chornic KidneY Disease (CKD)



সবাইকে খোদার দরুদ,আমাদের সকলকে সঠিক ডাক্তার হওয়ার তওফিক দান করুক এবং সকল ধরনের রোগ-ব্যাধি থেক মুক্ত রাখুক,আমিন!!

☑ Classification Of CKD :(শ্রেনী)

🔰 Stage 1, GFR >90% - Kidney damage with Normal kidney Function.(এই পর্যায়ে কিডনি ক্ষতি হয় কিন্তু কিডনির কার্যক্রিয়া ঠিক থাকে।

🔰 Stage 2, GFR 60-89% -Kidney damage with Mild loss of kidney Function.(এই পর্যায়ে কিডনি ক্ষতি হয় ও কার্যক্রিয়া হালকা বিনাশ হয়)

🔰 Stage 3A, GFR 45-59% -Mild to Moderate Loss of kidney Function.(এই পর্যায়ে কিডনির হালকা ও মাঝারি কার্যক্রিয়া বিনাশ হয়)

🔰 Stage 3B, GFR 30-45% - Moderate loss of kidney Function.(এই পর্যায়ে কিডনি মধ্যপন্থি কার্যক্রিয়া হারিয়ে ফেলে)

🔰 Stage 4, GFR 15-29 % -Severe Loss of Kidney Function.(এই পর্যায়ে কিডনির কার্যক্রিয়া খুবই তীর্ব হারিয়ে ফেলে)

🔰 Stage 5, GFR <15 % -KidneY Failure.(এই ধাপে কিডনির কার্যক্রিয়া সম্পুর্ন হারিয়ে ফেলে)

☑ Risk Factor:(যারা ঝুঁকিতে রয়েছে কিডনি রোগ হওয়ার)

♣HTN
♣Diabetics
♣ProteinUria
♣Atherosclorosis
♣Chornic Glomerularnephritis
♣Congenital kidney Disease
♣Hyperlipidaemia
♣Urineray Bladder obstruction
♣Renal stone
♣Hyperphosphataemia with calcium phosphate depostion
♣Multi system Disease with protential kidney investment (SLE)
♣Sickle cell Anaemia
♣Some Medication' (NSAIDS)
♣Smoking
♣Age >60 Yrs
♣Family History
♣etc

☑ Diagonosis :(Investigation)

*Blood Test-Serium Creatinine, Urea, BUN( all Level High)
*Urine R/E with C/S(more protein and Albomonine)
*Kidney scan: Ultrasound KUB,CT-scan,MRI
*X-ray: KUB,IVU,CXR PA.
*GFR
*etc

☑ Complication:

♦Anaemia
♦Central Nervous system damage
♦Hyperkalemia
♦Heart Failure
♦Lungs Failure
♦Insomnia
♦Lower sex Driv
♦Male erectic dysfunction
♦Pericarditis
♦Infartality
♦Osteomalacia
♦Weak immune System
♦etc

☑ Management :

♥Anti-Hypertensive Therapy (CHF,Stroke,peripheral vascular disease)
♥Reduction protein Uria
♥Lipid -Lowering Therapy
♥Maintenance Fluid and Electrolyte balance
♥Renal Replacement Therapy
♥Conservative Treatment
♥Haemodialysis
♥Haemodiafiltaration
♥Reritoneal dylasis
♥Renal Transplantation
♥Anti-Histamine(if skin itching) 
♥Vitamin D3,Folic Acid(if Osteomalacia,Anaemia)

☑ Prevention :(কিডনি রোগ থেকে মুক্ত থাকার উপায়)

♦প্রতিদিন কমপক্ষে ৩ লিটার পানি পান করতে হবে।
♦অতিরিক্ত কার্বোহাইড্রেট,ফ্যাট,প্রোটিন, তৈলাক্ত, মসলা যুক্ত খাবার পরিহার করতে হবে।
♥সকল ধরনের এলকোহল ও নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে হবে
♥রঙিন ফলমূল ও শাকসবজি বেশি করে খেতে হবে।
♥ডায়াবেটিস ও উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রনে রাখতে হবে!
♥যত তত মুড়ির মত ব্যাথা ঔষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে।
♥ড্রাই ও স্পাইসি ফুড পরিহার করতে হবে।
♥তরল খাবার বেশি খেতে হবে!
etc

NB: কিডনি রোগিদের সব সময় কিডনি বিশেষজ্ঞ ডাক্তারদের পরার্মশ অনুযায়ী চিকিৎসা নিতে হবে।

রেফারেন্স : Davidson Medicin,USMALE prepare guide,Renal Physiology,USA Kidney Management guide,Baily love.

ধন্যবাদ সবাইকে!!!


▶ কার্টেসিঃ ডাঃ মোস্তফা লিখন

Share This
Previous Post
Next Post

Ashalamu-alaikum, I'm Shariar Mahamud Kabbo. I'm a Healthcare Professional . Welcome To My Largest Free Medical Books Download Site.

0 মন্তব্য(গুলি):