রবিবার, ২৮ আগস্ট, ২০২২
রবিবার, ১০ জুলাই, ২০২২
এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স
বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
Caregiver পেশার জন্য কিছু কোর্স
Caregiver পেশার জন্য কিছু কোর্সঃ
Mental health Gap Action Programme (mhGAP)
কেয়ার গিভার রেজুমী
বুধবার, ১৮ আগস্ট, ২০২১
জিআরই নিয়ে বিস্তারিত। জি আর ই কী এবং কাদের জন্য?
স্নাতক, স্নাতকোত্তর কিংবা উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়েই অনেকের ইচ্ছা থাকে দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করার।স্বপ্ন থাকে পছন্দের তালিকায় থাকা প্রথম সারির দেশ গুলোর যেকোন একটিতে যেয়ে স্কলারশীপ নিয়ে বাকি পড়াশোনা শেষ করার, আবার কারো কারো তো নির্ধারিত দেশই থাকে যেখানে তারা পরবর্তী উচ্চ শিক্ষা জীবনের দিন গুলো স্বপ্নে দেখে, যে স্বপ্ন গুলো তাদের জাগিয়ে রাখে। কারো স্বপ্নে হয়তো ম্যসাচুসেটসের রাতের শহর লাল নীল বাতি গুলো উকি দেয়। স্বপ্ন যার যেমনই হোক পূরণ করতে প্রায় সবারই এক নির্দিষ্ট পথ ধরে এগোতে হয় স্বপ্নের পথে।হতে পারে এই পথের প্রথম ধাপ জি আর ই। হ্যা এরই ধারাবাহিকতায় আজ জানবো জিআরই নিয়ে বিস্তারিত।
এক নজরে জিআরই |
---|
|
জিআরই কি এবং কাদের জন্য?
Graduate Record Examination-কে সংক্ষেপে GRE বলে। এটি একটি সম্পূর্ণ কম্পিউটারাইজড পরীক্ষা। যা অনার্স শেষ করার পর অনেক দেশের অনেক ইউনিভার্সিটিতে মাস্টার্স বা পিএইচডি করার জন্য প্রয়োজন।
বর্তমানে আমাদের দেশের শিক্ষার্থীদের মাঝে অনার্স শেষ করে বাইরের দেশে পড়তে যাওয়ার প্রবণতা অনেক বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের দেশের এডুকেশন সিস্টেম অন্য দেশের এডুকেশন সিস্টেম থেকে ভিন্ন হবে এটাই স্বাভাবিক। দেশ, বিশ্ববিদ্যালয় ভেদে পড়াশোনার মান এবং ইভালুয়েশন পদ্ধতি ভিন্ন হয়। অনেক ইউরোপিয়ান ইউনিভার্সিটির জন্য শুধুমাত্র সিজিপিএ আর IELTS/TOEFL স্কোর হলেই চলে। কিন্তু আমেরিকা, কানাডার ইউনিভার্সিটিগুলো সহ আরো বেশ কিছু দেশের ইউনিভার্সিটি শুধু সিজিপিএ দ্বারা যোগ্যতা পরিমাপ করে না। পৃথিবির বিভিন্ন দেশ থেকে আসা, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীদের একটি অভিন্ন মানদন্ডে তারা পরিমাপ করে। সবার জন্য একটি কমন পরীক্ষা যেমন- GRE দ্বারা মেধার যোগ্যতা বিচার করে । এখানে ইংরেজি বা গণিতে লেখার দক্ষতা যাচাই করা হয়না; এই পরীক্ষার মাধ্যমে মূলত বিশ্লেষণ করার ক্ষমতা যাচাই করা হয়।
পৃথিবীর একেক ইউনিভার্সিটির সিজিপিএ দৃষ্টিভঙ্গি একেক রকম। তাই তাদের জন্য এটা বেশ সুখবর যাদের সিজিপিএ কম। কারণ তারা এখানে নিজের যোগ্যতা প্রমাণের আরো একটা সুযোগ হচ্ছে GRE এর মাধ্যমে। প্রধানত Science এবং Arts ব্যকগ্রাউন্ড এর শিক্ষার্থীদের GRE লাগে। Commerce ব্যকগ্রাউন্ডের জন্য লাগে GMAT।
জিআরই প্রশ্ন কাঠামোঃ
জিআরই পরীক্ষা ৩ ভাগে নেওয়া হয়ে থাকে-
i. এনালাইটিকাল রাইটিং (Analytical Writing-রচনা)
ii. ভার্বাল রিজোনিং (Verbal Reasoning- ইংরেজি)
iii. কোয়ান্টিটেটিভ রিজোনিং (Quantitative Reasoning- গণিত)
i. এনালাইটিকাল রাইটিংঃ সময় ১ ঘণ্টা, মানে ৬০ মিনিট। এই সময়ে ইস্যু এবং আরগুমেন্টিভ এই দুই ধরনের রচনা লিখতে হবে। ৩০ মিনিট সময় বরাদ্দ থাকে প্রতি সেকশনে। ১ থেকে ৬ স্কেলে নাম্বার দেওয়া হয়। যেহেতু এটি রাইটিং পার্ট এখানে ইংরেজিতে লেখার এবং ধারণাগুলো পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষতা ভালো হলে রাইটিংয়ে সহজেই ৩.৫ – ৪ পাওয়া সম্ভব।
ii. ভার্বাল রিজোনিংঃ এই টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীর ইংরেজী শব্দ ও বাক্যের উপর দক্ষতা পরীক্ষা করা হয়। এর মূল ভিত্তি ভোকাবুলারি। যার ভোকাবুলারি যত ভালো তার জন্য ততই সহজ হবে। এখানে মূলত তিন ধরণের প্রশ্ন আসে-
- Text Completion- শূন্যস্থান পূরণে একটি, দুটি বা তিনটি ব্ল্যাংক থাকতে পারে।
- Sentence Equivalence- সমভাববাহী শব্দ দিয়ে সমান ভাবধারী বাক্য তৈরীকরণ (একটি ব্ল্যাংক থাকবে যেখানে দুটি আলাদা শব্দ বসতে পারে)
- Reading Comprehension- প্যাসেজ পড়ে তার অর্থ অনুধাবন (মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে যেখানে একটি মাত্র সঠিক; এক/একাধিক সঠিক এবং প্যাসেজের মধ্যে ক্লিক করে উত্তর নির্বাচন এরকম প্রশ্ন থাকবে)
iii.কোয়ান্টিটেটিভ রিজোনিংঃ এটিকে ম্যাথ পার্টও বলা হয়। এই পার্টে সাধারণত কলেজ লেভেলের (এইচ এসসি/সমমান) অংক আসে। তবে ত্রিকোণমিতি থেকে অংক থাকে না। এখানেও দুইটি ধাপ রয়েছে।
ভার্বালের নম্বর ১৭০ এবং কোয়ান্টিটেটিভের নাম্বর ১৭০ করে সর্বমোট ৩৪০ এবং প্রতিটি ভাগে দুই সেট করে প্রশ্ন আসে। ভার্বালে ১ ঘন্টা অর্থাৎ ৩০ মিনিট সময়ে দুই সেকশনে ২০টি করে সর্বমোট ৪০টি প্রশ্ন দেওয়া হয়। অন্যদিকে কোয়ান্টিটেটিভে একই সংখ্যক প্রশ্নের জন্য ৩৫ মিনিট করে সর্বমোট ৭০ মিনিট দেওয়া হয়। প্রতিটি প্রশ্নের মান ধরা হয় ১।অনেক সময় অতিরিক্ত সেট হিসেবে ভার্বাল কিংবা কোয়ান্টিটেটিভ থেকে প্রশ্ন দেওয়া হতে পারে– যেটার জন্য কোনো স্কোরিং হয় না। যেহেতু বোঝার কোনো রাস্তা নেই যে, কোন সেকশনে স্কোরিং করা হয় না, তাই প্রতিটি সেকশনই খুব ভালোভাবে দিতে হবে।
জিআরই পরীক্ষা পদ্ধতিঃ
প্রচলিত পরীক্ষা পদ্ধতির সাথে জিআরই-র কিছু পার্থক্য রয়েছে। প্রচলিত পরীক্ষা হয় কাগজ কলমে, আর জিআরই পরীক্ষা হয় কম্পিউটারে। সনাতন পরীক্ষায় বোঝা যায় কোন প্রশ্নের জন্য কত মার্কস। কিন্তু জিআরই-এ ঠিক এভাবে জানা যায় না। এখানে কম্পিউটার সামগ্রিক পারফর্ম্যান্স বিবেচনা করে একটি স্কোর দেয় যেটি নির্দিষ্ট নিয়ম বা সূত্র মেনে চলে। যেমন- যেহেতু এখানে একটি ভার্বাল ও একটি ম্যাথ পার্ট থাকে, একটিতে পারফর্ম্যান্স ভালো হলে পরেরটি কঠিন হয় এবং বিপরীতক্রন। জিআরই পরীক্ষার হলে সবাইকে আলাদা আলাদা কম্পিউটারের সামনে বসিয়ে দেওয়া হয় এবং কক্ষপরিদর্শক বা ইনভিজিলেটররা বাইরের রুমে থাকেন। প্রত্যেক পরীক্ষার্থীর কর্মকাণ্ড তারা ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখতে পারেন।
জিআরই পরীক্ষার আবেদন
জিআরই এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে প্রথমে অফিশিয়াল সাইট এ যেয়ে ETS account খুলতে হবে। একাউন্ট খোলার পর জিআরই জেনারেল টেস্ট দিতে চান নাকি জিআরই সাবজেক্ট টেস্ট দিতে চান তা ঠিক করতে হবে। এরপর এক্সাম ডেট এবং সেন্টার সিলেক্ট করতে হবে। সিট বুকিং এর কাজ হয়ে গেলে পেমেন্ট পেজ আসবে। অনলাইনে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি ২০৫ ইউএস ডলার পরিশোধ করতে পারবেন।
জি.আর.ই পরীক্ষার ফি
- জিআরই জেনারেল টেস্ট ফি ২০৫ ইউএস ডলার
- জিআরই সাবজেক্ট টেস্ট ফি ১৫০ ইউএস ডলার
- লেট রেজিস্ট্রশন ফি ২৫ ইউএস ডলার
- স্ট্যান্ডবাই টেস্টিং ২৫ ইউএস ডলার
- রিশিডিউল ফি ৫০ ইউএস ডলার
সোমবার, ১৬ আগস্ট, ২০২১
10 Minute School ঘরে বসে Spoken English - Munjerin Shahid
Learn spoken English online. 80+ video lessons, quizzes, and notes to help you speak fluently in English.
Munzereen Shahid
MS (English), University of Oxford (UK); BA, MA (English), University of Dhaka; IELTS: 8.5
কোর্স সম্পর্কে
আত্মবিশ্বাসের সাথে এবং সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারলে জীবনের প্রতিটি পর্যায়েই অন্য যে কারো থেকে এগিয়ে থাকা যায়। অ্যাকাডেমিকস, ক্যারিয়ার, প্রতিযোগিতামূলক পরীক্ষা এমনকি ভ্রমণের ক্ষেত্রেও ইংরেজির দক্ষতা সাফল্য লাভের জন্য অনেক বেশি প্রয়োজন। তাই, ইংরেজিতে কথা বলার দক্ষতার গুরুত্ব এবং তাৎপর্য বলার অপেক্ষা রাখে না।
আর এই দক্ষতা অর্জনে আপনাকে সাহায্য করতেই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে এই 'ঘরে বসে Spoken English' কোর্সটি। আমাদের সবার প্রিয় শিক্ষক মুনজেরিন শহীদ এর সাথে আপনি সঠিকভাবে এবং সাবলীলভাবে দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলা শিখে যাবেন।
বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলবেন তা শেখাবে মুনজেরিন শহীদ। বাস্তব উদাহরণ এবং সঠিক উচ্চারন শিখে নিয়ে আপনি কোনো জড়তা ছাড়াই ইংরেজিতে কথা বলতে পারবেন। ক্লাসগুলো করার পর নিজের দক্ষতা যাচাই করার জন্য সবগুলো ভিডিও লেসনের উপর রয়েছে কুইজ। এছাড়াও শর্টকাটে শেখার জন্য প্রতিটি লেসনের সাথে থাকছে নোটস। অডিও শুনে শুনে শেখার জন্য আপনাদের সুবিধার্থে থাকছে অডিওবুক। ভিডিওর নতুন নতুন শব্দগুলো শেখার জন্য থাকছে ভোক্যাবুলারি ফ্ল্যাশ কার্ড যেখানে কার্ডের মাধ্যমে একটি শব্দের অর্থ, তার ব্যাবহার ও উচ্চারণ শিখে নিতে পারবেন। আর সবশেষে ক্লাসগুলো লিখিত রূপে পাবার জন্য থাকছে ট্রান্সক্রিপ্ট।
তাহলে অপেক্ষা কীসের? এখনই এনরোল করুন ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর পছন্দের স্পোকেন ইংলিশ কোর্সে।
কোর্সটি কাদের জন্য?
- যারা সবার সামনে ইংরেজিতে কথা বলতে ভয় পায়।
- যাদের ইংলিশে সাবলীলভাবে কথা বলার জন্য আত্মবিশ্বাস গড়ে তোলা প্রয়োজন।
- যারা নিয়মিত ব্যবহার করা ইংরেজি শব্দগুলোর সঠিক উচ্চারণ জানতে চায়।
- যারা ইংরেজিতে আরও ভালো কমিউনিকেশন করতে চায়।
কোর্সটি থেকে আপনি কী কী শিখবেন?
- কীভাবে নিজের ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানো যায়।
- কোনো জড়তা ছাড়াই কীভাবে দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজিতে কথা বলা যায়।
- ইংরেজিতে নিজের পরিচয় দেওয়া থেকে শুরু করে, প্রেজেন্টেশন দেওয়া, উপস্থাপনা করা, উচ্চারণ, অফিসের কথাবার্তা, চাকরি/ভিসার ইন্টারভিউ সব পরিস্থিতিকে ইংরেজিতে সামলানোর উপায় মিলবে এই কোর্সে।
এই কোর্সের বৈশিষ্ট্যগুলো কী কী?
- কোর্সটিতে শেখানো হয়েছে পুরোপুরি বাংলা ভাষায়, তাই যে কেউ অনায়াসে শিখতে পারবেন।
- অনলাইন এই কোর্সটির মাধ্যমে শেখা যাবে যখন খুশি যেখানে খুশি; নিজের হাতে থাকা ডিভাইসটির সাহায্যে।
- গ্রামারের কঠিন নিয়ম নয় বরং বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতির উপর জোর দেয়া হয়েছে যেখানে ইংরেজি প্রয়োজন।
- কোর্সের শিক্ষিকা, মুনজেরিন শহীদ দীর্ঘ সময় ধরে ইংরেজি শিক্ষা নিয়ে কাজ করছেন। তিনি এ বছর পূর্ণ স্কলারশিপ নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শিক্ষার ওপর তার দ্বিতীয় স্নাতকোত্তর শুরু করেছেন। তার এত বছরের ইংরেজি শিক্ষা ও অভিজ্ঞতার ফলাফল হলো এই কোর্সটি।
🔰 কোর্স ইনরোল লিংকঃ 10 MS Spoken English by Munjerin Shahid
বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১
E-Books of Social Science Humanities and Language
১ম বছর | ||||
বিএ এবং বিএসএস | ||||
বিএ | ||||
বিএসএস | ||||
২য় বছর | ||||
বিএ | ----- | |||
বিএসএস | ||||
বিএ | ----- | |||
বিএসএস | Code: BEC-4303 | |||
৩য় বছর | ||||
বিএ | ----- | |||
বিএসএস | ||||
বিএ | ----- | |||
বিএসএস |