Medical Books Free Download

Last Update
Loading...
Menu

রবিবার, ২৮ আগস্ট, ২০২২

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ এর জনস্বাস্থ্য বিভাগ এর আয়োজনে "মানকি পক্স" মোকাবেলা শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত


করোনা ভাইরাস অতিমারীর মধ্যেই  বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নতুন আতংকের নাম প্রানঘাতী 'মানকি পক্স' বা 'বাঁদর পক্স'। আফ্রিকান দেশগুলোতে দেখা গেলেও ইউরোপ আমেরিকা সহ বিশ্বের অনেক দেশেই ইতিমধ্যে এই ভাইরাসটি দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে পার্শ্ববর্তী দেশ ভারতে সনাক্ত হবার পর বাংলাদেশের জন্য এটি নতুন চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। আতংক সৃষ্টিকারী এই ভাইরাস সম্পর্কে জনসচেতনা তৈরির লক্ষ্যে শনিবার রাতে 'মানকি পক্সের প্রাদুর্ভাব ও রোধ' শীর্ষক এক ভার্চুয়াল ওয়েবিনার আয়োজন করে জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট ওফ পাবলিক হেলথ। 

বিভাগের প্রধান ডাঃ এস এম মাহমুদের হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দেশবরেন্য পাবলিক হেলথ বিশেষজ্ঞরা। সেমিনারে মূল প্রবন্ধে আলোচ্য বিষয় সম্পর্কে সূচনা বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ সামস-উদ-দিন। 

তিনি বলেন, "এই সংক্রামক রোগটি প্রানী থেকে মানুষে ছড়ায় যা অনেকটা পূর্বের চিকেন পক্সের মতো। এটি এমন ভাবে ছড়াচ্ছে যা বর্তমানে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।"

জাতীয় স্বাস্থ্য বাতায়নের  প্রধান নিবার্হী ড. নিজাম উদ্দিন আহমেদ মানকি পক্স নিয়ে বিস্তারিত তুলে ধরতে গিয়ে বলেন, 'মানকি পক্স রোধে জার্মান বিশ্ববিদ্যায়ের এই উদ্যোগ শুধু বাংলাদেশ না সারা পৃথিবীকে সাহায্য করবে' তিনি আরো বলেন, 'করোনার মাঝে এই নতুন উদীয়মান সংক্রামক ব্যাধী সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, যার গন্তব্য অজানা। আমাদের স্বাস্থ্যখাতকে এটি মোকাবেলায় বিশেষ অংশীদায়িত্ব নিয়ে ভূমিকা রাখতে হবে।'

বিশ্বস্বাস্থ্য সংস্থার নতুন দুঃচিন্তার কারন ও জরুরি ঘোষিত মানকি পক্স মোকাবেলায় করোনা ভাইরাসের সময় যে জনসচেতনতার ঘাটতি লক্ষ্য করা গেছে সেটিকে গুরত্ব দিয়ে দ্রুত আমলে নেবার বিষয়ে জোর দেন বিশ্বস্বাস্থ্য সংস্থার সাবেক পরামর্শক প্রফেসর ড. মুজাহারুল ইসলাম। 

মানকি পক্স প্রতিরোধ ও বাংলাদেশের করনীয় বিষয়ে আরও বক্তব্য রাখেন ইউনাইটেড ইউনিভার্সিটির প্রফেসর খন্দকার আব্দুল্লাহ আল মামুন, জিইউবির পাবলিক হেলথের শিক্ষক বিল্লাল হোসাইন। 

এছাড়াও বক্তারা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশের করনীয় বিভিন্ন পদক্ষেপ ও রূপরেখা তুলে ধরেন।

সেমিনারে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথের ডিন প্রফেসর ড. শাহজাহান

অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের ডিন, শিক্ষক ও জনস্বাস্থ্য কর্মী, মেডিকেল এসিস্ট্যান্ট প্রফেশনাল, আর্ন্তজাতিক পাবলিক হেলথের শিক্ষার্থী এবং জিইউবির বিপুল সংখ্যক শিক্ষার্থী।


লেখক- সাকিব আল হাসান
পাবলিক হেলথ শিক্ষার্থী
জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ।

রবিবার, ১০ জুলাই, ২০২২

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স


মা, পেট খারাপ- সিপ্রোসিন খা, পেটে জানি কেমুন করে- দুইটা মেট্রোনিডাজল খা। সবাই যেন ছোটখাটো ডাক্তার। সবচেয়ে বড় ডাক্তার ঔষধের দোকানের কমপাউন্ডার গুলো। এভাবে নিয়ম না মেনে অনবরত এন্টিবায়োটিক বা ঔষধ খেলে কি মারাত্মক পরিনতি হতে পারে আসুন জেনে নিই।

√এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কী?

সাধারণত ব্যাক্টেরিয়ার আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিবায়োটিক ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের ব্যাক্টেরিয়ার জন্য এন্টিবায়োটিকের মাত্রা ভিন্ন হয়। সঠিক পরিমাণে এবং পর্যাপ্ত সময় ধরে এন্টিবায়োটিক ব্যবহার না করলে ব্যাক্টেরিয়াগুলো পরোপুরি ধ্বংস না হয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে। তখন এই ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে উক্ত এন্টিবায়োটিকের আর কোনো প্রভাব থাকেনা। এ অবস্থাকে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বলে। যখন কেউ এন্টিবায়োটিকের পুরো কোর্স সমপন্ন করেনা তখন এ রেজিস্ট্যান্স প্রাপ্ত ব্যাক্টেরিয়াগুলো তৈরি হয়।

√এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স ভয়াবহ কেন?

আমরা যখন রোগাক্রান্ত হই তখন ডাক্তার আমাদের রক্ত ও অন্যান্য নুমনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠান এবং রোগের জন্য দায়ী ব্যাক্টেরিয়া নির্ণয় করে নির্দিষ্ট মেয়াদের জন্য কিছু ঔষধ দিয়ে থাকেন। কিছু ঔষধ খাওয়ার পর খানিকটা ভালো অনুভব করলেই অনেকে মনে করে আমিতো ভালো হয়েই গেছি, আর ঔষধ খাওয়ার দরকার কি? ঔষধ খাওয়া ছেড়ে দেয় এবং ডাক্তারের দেয়া এন্টিবায়োটিকের কোর্স পূর্ণ করেনা। ফলে রেজিস্ট্যান্সপ্রাপ্ত ব্যাক্টেরিয়াগুলো যখন দেহ থেকে বের হয়ে প্রকৃতিতে যায় তখন অন্য সাধারণ ব্যাক্টেরিয়াগুলোকেও রেজিস্ট্যান্স করে ফেলে। ফলশ্রুতিতে যে এন্টিবায়োটিক আগে কাজ করত তখন তা সাধারণ ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও আর কাজ করে না। ফলে একই এন্টিবায়োটিকের মাধ্যমে পরবর্তিতে আর রোগ সারেনা। নতুন কোন এন্টিবায়োটিক বা অতিরিক্ত মাত্রার ডোজের প্রয়োজন দেখা দেয়। এভাবে চলতে থাকলে একদিন হয়তো তাঁর রোগ সারাবার কোন বিকল্প ব্যবস্থা আর থাকবেনা।

√এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স কেন দেখা দেয়?

-সঠিক পরিমাণে এবং সময়মতো এন্টিবায়োটিক না নেওয়া হলে।
-প্রয়োজন ছাড়াই এন্টিবায়োটিক ব্যবহার করতে থাকলে।
-চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিজের ইচ্ছামতো এন্টিবায়োটিক ব্যবহার করতে করতে ছেড়ে দিলে।

√এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধের উপায়

-চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক সময়ে সঠিক মাত্রার এন্টিবায়োটিক গ্রহণ করুন।
-ঠাণ্ডা লাগা বা সর্দিজ্বর সাধারণত ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। আর ভাইরাসের উপর এন্টিবায়োটিক কোন কাজ করতে পারেনা। তাই ঠাণ্ডা লাগলে বা সর্দিজ্বর হলেই এন্টিবায়োটিক খাওয়া শুরু করবেন না।
-চিকিৎসককে বলুন যে খুব প্রয়োজন না হলে যেন আপনাকে এন্টিবায়োটিক না দেয়।
-ডাক্তার যতদিন না বলে ততোদিন পর্যন্ত এন্টিবায়োটিক গ্রহণ বন্ধ করবেন না।

এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি মহাবিপর্যয়। যা একবার হয়ে গেলে আর উপায় নেই। তাই সময় থাকতে আজই সচেতন ও সাবধান হোন।এন্টিবায়োটিক গ্রহনের ব্যাপারে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রার ও যথাযথ তাঁর কোর্স পুর্ণ করুন। রেজিস্ট্যান্স হওয়ার আগেই সাবধান হোন এবং ঝুঁকিহীন জীবন যাপন করুন।

সূত্রঃ ইন্টারনেট

বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

Caregiver পেশার জন্য কিছু কোর্স

 Caregiver পেশার জন্য কিছু কোর্সঃ




এই কোর্স গুলো আমি কোথায় পাবো?
সবগুলো কোর্সের লিংক এই্র গ্রুপে সার্চ করলে পাবেন।

Mental health Gap Action Programme (mhGAP)
World Health Organization
Palliative Care Course
Palliative Care Society of Bangladesh (PCSB)
Understanding Dementia
University of Tasmania
Preventing Dementia
University of Tasmania
Understanding Multiple Sclerosis (MS)
University of Tasmania
Depression: A Compassionate View
University of Derby
Understanding Autism, Asperger’s & ADHD
University of Derby
Bridging the Dementia Divide: Supporting people living with dementia
University of Derby
Understanding Parkinson's for health and social care staff.
UK Parkinson's Excellence Network.
Infection Prevention and Control (IPC) Médecins Sans Frontières (MSF)
Standard Precautions-Hand Hygiene World Health Organization
Personal Protective Equipment (PPE) World Health Organization

Post Writer: Syed J Hossen

কেয়ার গিভার রেজুমী



কেয়ার গিভার রেজুমী নিয়ে আমাকে অনেকে অনুরোধ জানিয়েছেন। কি রকম ফরমেট হবে, কি লিখবো, কি লিখবো না, ইত্যাদি ইত্যাদি। বংলাদেশের মত সিভি এবং রেজুমীর মিশ্রনে এখানে কিছু করা যাবে না। এই রেজুমীটা এক পেইজের করার চেষ্টা করতে হবে।
ছবি
রেজুমীতে ছবি অন্তর্ভুক্ত করাটা কোন দেশে কাজের জন্য আবেদন করছেন, তার উপর নির্ভর করে। এখানে আমি একটা তালিকা দিচ্ছি।
যে সকল দেশে রেজুমীতে ছবি অন্তর্ভুক্ত করবেন না-
• United Kingdom
• Ireland
• United States
যে সকল দেশে রেজুমীতে ছবি অন্তর্ভুক্ত করবেন-
• Austria
• Belgium
• France
• Germany
• Portugal
• Spain
• Scandinavian Countries
• Middle East
• Africa
• Asia
• South America
প্রফেশনাল টাইটেল
বরাবরের মতই নামের শেষে প্রফেশনাল টাইলে দুই তিন লাইনে লিখবেন। যেহেতু এটি কেয়ার গিভারের সিভি, তাই প্রফেশনাল টাইটেলে কিছুটা পরিবর্তন হবে। নীচে প্রফেশনাল টাইটেল দেখে নিন।
Your Name
Caregiver and BM&DC Registered Medical Assistant Practitioner
NHCPS Certified BLS, ACLS, PALS Provider
Dedicated to providing exceptional emotional, physical support and care
যোগাযোগ
আপনার সাথে যোগাযোগের মাধ্যম। পোস্টাল এড্রেস (আপনার বর্তমান ঠিকানা), ইমেইল এবং ফোন নাম্বার দিন কান্ট্রি কোড সহ।
🏠 SocioCare, 13 Care Streer, Ctg, Bangladesh
📧 correctemail@gmail.com
📞00000000000000
PROFESSIONAL SUMMARY
প্রফেশনাল সামারি কীভাবে লিখতে হয়, তা অনেক পোস্টে দেখিয়েছি, যদিও এগুলতে আপনাদের কিছু যায় আসে না। আপনাদের প্রয়োজন রেজুমী ফরমেট। কপি পেস্ট করবেন। সহজ হিসাব। তাই বিস্তারিত না লিখে কীভাবে লিখেছি তা নীচে দেখে নিন।
PROFESSIONAL SUMMARY:
A versatile, enthusiastic, and competent (নিজের জন্য বিশেষন) BMDC registered MA and ACLS, BLS provider (পেশাগত প্রশংসা পত্র, রেজিষ্ট্রেশন কিংবা লাইসেন্স) patient care assistant (বর্তমান কাজের টাইটেল) with 4+ years (কাজের অভিজ্ঞতা) of professional experience. Exceptional ability to provide direct care in compliance with the facility’s patient care policies and offering advanced psychological management and physical care techniques as a caregiver (পেশাগত একটা লক্ষ্য). Delivered daily living assistance to 50+ residents in high-end senior living facility and effectively able to monitor medication, and implement care plans (স্কিল হাইলাইট) following provided instructions. At SocioCare, Maintained 94% positive client reviews (পেশাগত জীবনের অর্জন) for patience and a positive outlook. Promoted to Alzheimer's care lead for displaying patience and compassion.
PROFESSIONAL EXPERIENCE:
কাজের অভিজ্ঞতা কীভাবে সাজিয়েছি, তা দেখে নিন।
Caregiver and CMA
When You Need Us Home Care
January 2017 - Present
🟩 Provided non-medical home care service to elderly/disabled patients. Focused on personal care, companionship, homemaking, and transportation.
🟩 Achieved the high end of the pay scale based on client reviews of 96% "excellent." Awarded 100% ratings for punctuality, efficiency, and compassion.
🟩 Received five personal letters from clients and their families thanking me for the quality of my meals, referencing both enjoyability and nutrition.
🟩 Maintained 100% clean driving record while transporting clients to appointments, shopping, and accompanying them to museums and cinema.
Freelance Caregiver
April 2014 – December 2016
🟩 Assist patient with getting out of bed in the morning and helping her get dressed.
🟩 Bathe patient, and check individual’s vitals first thing during this time.
🟩 Perform a variety of chores for the patient such as doing laundry, going to store to purchase groceries, and directing proper use of medication.
🟩 Offer transportation to patient so she can continue being an active member of the community.
🟩 Prepare meals for the patient so she can keep a healthy, balanced diet.
Personal Care Aide
ABC Home Care Service
March 2011 – March 2014
🟩 Administered personal hygiene assistance to patients at their bedside.
🟩 Maintained clients’ records, and retrieved them when asked by supervisor.
🟩 Trained family members on how to care for loved one when staying with them, and showed people how to perform the basics of CPR.
🟩 Collaborated with other healthcare professionals, such as physiotherapists, to give patients more adequate care.
EDUCATION & PROFESSIONAL QUALIFICATIONS:
এই অংশটিও অন্যান্য রেজুমীর মতই সাজিয়ে লিখুন।
EDUCATION & PROFESSIONAL QUALIFICATIONS:
Diploma in Medical Faculty (D.M.F) December 2009
NPC-MATS, Noakhali
The State Medical Faculty of Bangladesh
Medicine & Surgery (3 years academic + 1 year internship)
Secondary School Certificate (S.S.C).
March 2004
Sonaimuri Model High School
Education board, Comilla
GPA – 4.63 (Out of 5)
LICENSURES & CREDENTIALS
গুগল সার্চ করলে দেখবেন (যদিও গুগল সার্চে আপনাদের অনেকের অনীহা এবং যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার) কেয়ার গিভারদের কিছু প্রফেশনাল লাইসেন্স থাকে। কিন্তু আপনার না থাকলেও সমস্যা নেই। মেডিক্যাল এসিসটেন্ট রেজিষ্ট্রেশন এবং অন্যান্য লাইসেন্স গুলো উল্লেখ করে দিবেন।
LICENSURES & CREDENTIALS:
 Bangladesh Medical & Dental Council, BM&DC, Registration No: D-00000
 Basic Life Support (BLS) Provider, Exp. Date:
 Advanced Cardiac Life Support (ACLS) Provider, Exp. Date:
 Pediatric Advanced Life Support (PALS) Provider, Exp. Date:
COURSES, TRAINING, WORKSHOPS & SEMINARS:
এখন আসি প্রশিক্ষন বিষয়ে। যে সকল প্রশিক্ষন কেয়ার গিভারদের জন্য উপযোগী তার একটা লিস্ট নো পে এমপিএইচ গ্রুপে দেয়া আছে। এগুলোর লিংক গ্রুপেও দেয়া আছে।
COURSES, TRAINING, WORKSHOPS & SEMINARS:
Internship:
Noakhali General Hospital, Bangladesh July 2009 - March 2010
Medicine, Surgery & Gynaecology
Upazila Health Complex, Begumganj April 2010 - July 2010
Outdoor, Indoor & Emergency Management
Caregiver Relevant Training (প্রতিটি ট্রেনিং এর সাথে ট্রেনিং এর শিরোনাম, কোন অরগাইজেশন ট্রেনিং প্রদান করেছেন, এবং তারিখ উল্লেখ করুন। সদ্য পাওয়া ট্রেনিং টি আগে উল্লেখ করবেন। এরপর বাকী গুলো তারিখের সিরিয়াল মেইন্টেন করবেন)
Mental health Gap Action Programme (mhGAP)
World Health Organization
Palliative Care Course
Palliative Care Society of Bangladesh (PCSB)
Understanding Dementia
University of Tasmania
Preventing Dementia
University of Tasmania
Understanding Multiple Sclerosis (MS)
University of Tasmania
Depression: A Compassionate View
University of Derby
Understanding Autism, Asperger’s & ADHD
University of Derby
Bridging the Dementia Divide: Supporting people living with dementia
University of Derby
Understanding Parkinson's for health and social care staff.
UK Parkinson's Excellence Network.
Infection Prevention and Control (IPC) Médecins Sans Frontières (MSF)
Infection Prevention and Control (IPC) for Novel Corona Virus (Covid- 19)
World Health Organization
Standard Precautions-Hand Hygiene World Health Organization
Personal Protective Equipment (PPE) World Health Organization
HARD SKILLS এবং SOFT SKILLS এর জন্য আলাদা সেকশন রাখবেন। নীচের মত সাজিয়ে লিখবেন এবং পাশাপাশি লিখবেন
🟩 HARD SKILLS
• Meal planning
• Severe illness knowledge
• Wheelchair usage
• Sanitary maintenance
• Health insurance paperwork
🟩 SOFT SKILLS
• Exceptional patience
• Empathic
• Effective communication
• Multitasking
• Calm during emergencies
অতিরিক্ত তথ্য গুলো নিচের মতই সাজিয়ে লিখুন
ADDITIONAL SKILLS:
Computer:
♦ Familiar with other Microsoft software and internet information servers.
Languages:
♦ Excellent oral and written communication skills in English, Bengali, Chittagong & Rohingya.
Driving License:
♦ Full Clean Driving License
Hobbies and Interests
এখানে আমি কেয়ার রিলেটেড Hobbies and Interests এর উদাহরন দেখিয়েছি। আগে অনেক পোস্টে আমি লিখেছিলাম, যদি Hobbies and Interests অন্তর্ভুক্ত করতে হয়, তা জব রিলেটেড হলে রেজুমীর কোয়ালিটি ভালো হয়।
Hobbies and Interests
When I am not caring for the elderly, I enjoy being a tutor for children on the weekends. Some children require extensive help with their work while others are just looking for someone to read to them. I am always willing to offer my help with anything asked of me, and many of the children I have tutored over the years have gone on to excel in the classroom.
রেফারেন্স দিলে রেজুমী প্রফেশনাল দেখা যায়।
REFERENCE:
Dr. A B C D Dr, X Y Z
Principal, Chairman,
My MATS, Noakhali My Care Home
Phone No: ০০০০০০০০ Phone: ০০০০০০০০০০০
Email: Email:
Dr, X Y Z
Chairman,
My Care Home
Phone: ০০০০০০০০০০০
Email:

Post Writer : Syed J Hossen

বুধবার, ১৮ আগস্ট, ২০২১

জিআরই নিয়ে বিস্তারিত। জি আর ই কী এবং কাদের জন্য?

জিআরই নিয়ে বিস্তারিত। জি আর ই কী এবং কাদের জন্য?
জিআরই নিয়ে বিস্তারিত। জি আর ই কী এবং কাদের জন্য?

স্নাতক, স্নাতকোত্তর কিংবা উচ্চ মাধ্যমিকের গন্ডি পেরিয়েই অনেকের ইচ্ছা থাকে দেশের বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করার।স্বপ্ন থাকে পছন্দের তালিকায় থাকা প্রথম সারির দেশ গুলোর যেকোন একটিতে যেয়ে স্কলারশীপ নিয়ে বাকি পড়াশোনা শেষ করার, আবার কারো কারো তো নির্ধারিত দেশই থাকে যেখানে তারা পরবর্তী উচ্চ শিক্ষা জীবনের দিন গুলো স্বপ্নে দেখে, যে স্বপ্ন গুলো তাদের জাগিয়ে রাখে। কারো স্বপ্নে হয়তো  ম্যসাচুসেটসের রাতের শহর লাল নীল বাতি গুলো উকি দেয়। স্বপ্ন যার যেমনই হোক পূরণ করতে প্রায় সবারই এক নির্দিষ্ট পথ ধরে এগোতে হয় স্বপ্নের পথে।হতে পারে এই পথের প্রথম ধাপ জি আর ই। হ্যা এরই ধারাবাহিকতায় আজ জানবো জিআরই নিয়ে বিস্তারিত।


এক নজরে জিআরই
  • পরীক্ষার নাম – জিআরই
  • পরীক্ষা পদ্ধতি – কম্পিউটার বেজড + পেপার ডেলিভার্ড
  • আবেদন ফি – ২০৫ ইউএস ডলার
  • পরীক্ষার বিষয় –
    1. এনালাইটিকাল রাইটিং (রচনা)
    2. ভার্বাল রিজোনিং (ইংরেজি)
    3. কোয়ান্টিটেটিভ রিজোনিং (গণিত)

GRE Syllabus 2021 - List of topics in GRE General and Subject syllabus

 

জিআরই কি এবং কাদের জন্য?


Graduate Record Examination-কে সংক্ষেপে GRE বলে। এটি একটি সম্পূর্ণ কম্পিউটারাইজড পরীক্ষা। যা অনার্স শেষ করার পর অনেক দেশের অনেক ইউনিভার্সিটিতে মাস্টার্স বা পিএইচডি করার জন্য প্রয়োজন।
বর্তমানে আমাদের দেশের শিক্ষার্থীদের মাঝে অনার্স শেষ করে বাইরের দেশে পড়তে যাওয়ার প্রবণতা অনেক বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আমাদের দেশের এডুকেশন সিস্টেম অন্য দেশের এডুকেশন সিস্টেম থেকে ভিন্ন হবে এটাই স্বাভাবিক। দেশ, বিশ্ববিদ্যালয় ভেদে পড়াশোনার মান এবং ইভালুয়েশন পদ্ধতি ভিন্ন হয়। অনেক ইউরোপিয়ান ইউনিভার্সিটির জন্য শুধুমাত্র সিজিপিএ আর IELTS/TOEFL স্কোর হলেই চলে। কিন্তু আমেরিকা, কানাডার ইউনিভার্সিটিগুলো সহ আরো বেশ কিছু দেশের ইউনিভার্সিটি শুধু সিজিপিএ দ্বারা যোগ্যতা পরিমাপ করে না। পৃথিবির বিভিন্ন দেশ থেকে আসা, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীদের একটি অভিন্ন মানদন্ডে তারা পরিমাপ করে। সবার জন্য একটি কমন পরীক্ষা যেমন- GRE দ্বারা মেধার যোগ্যতা বিচার করে । এখানে ইংরেজি বা গণিতে লেখার দক্ষতা যাচাই করা হয়না; এই পরীক্ষার মাধ্যমে মূলত বিশ্লেষণ করার ক্ষমতা যাচাই করা হয়।
পৃথিবীর একেক ইউনিভার্সিটির সিজিপিএ দৃষ্টিভঙ্গি একেক রকম। তাই তাদের জন্য এটা বেশ সুখবর যাদের সিজিপিএ কম। কারণ তারা এখানে নিজের যোগ্যতা প্রমাণের আরো একটা সুযোগ হচ্ছে GRE এর মাধ্যমে। প্রধানত Science এবং Arts ব্যকগ্রাউন্ড এর শিক্ষার্থীদের GRE লাগে। Commerce ব্যকগ্রাউন্ডের জন্য লাগে GMAT।

জিআরই প্রশ্ন কাঠামোঃ


জিআরই পরীক্ষা ৩ ভাগে নেওয়া হয়ে থাকে-
i. এনালাইটিকাল রাইটিং (Analytical Writing-রচনা)
ii. ভার্বাল রিজোনিং (Verbal Reasoning- ইংরেজি)
iii. কোয়ান্টিটেটিভ রিজোনিং (Quantitative Reasoning- গণিত)


i. এনালাইটিকাল রাইটিংঃ সময় ১ ঘণ্টা, মানে ৬০ মিনিট। এই সময়ে ইস্যু এবং আরগুমেন্টিভ এই দুই ধরনের রচনা লিখতে হবে। ৩০ মিনিট সময় বরাদ্দ থাকে প্রতি সেকশনে। ১ থেকে ৬ স্কেলে নাম্বার দেওয়া হয়। যেহেতু এটি রাইটিং পার্ট এখানে ইংরেজিতে লেখার এবং ধারণাগুলো পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষতা ভালো হলে রাইটিংয়ে সহজেই ৩.৫ – ৪ পাওয়া সম্ভব।

ii. ভার্বাল রিজোনিংঃ এই টেস্টের মাধ্যমে পরীক্ষার্থীর ইংরেজী শব্দ ও বাক্যের উপর দক্ষতা পরীক্ষা করা হয়। এর মূল ভিত্তি ভোকাবুলারি। যার ভোকাবুলারি যত ভালো তার জন্য ততই সহজ হবে। এখানে মূলত তিন ধরণের প্রশ্ন আসে-

        • Text Completion- শূন্যস্থান পূরণে একটি, দুটি বা তিনটি ব্ল্যাংক থাকতে পারে।
        • Sentence Equivalence- সমভাববাহী শব্দ দিয়ে সমান ভাবধারী বাক্য তৈরীকরণ (একটি ব্ল্যাংক থাকবে যেখানে দুটি আলাদা শব্দ বসতে পারে)
        • Reading Comprehension- প্যাসেজ পড়ে তার অর্থ অনুধাবন (মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে যেখানে একটি মাত্র সঠিক; এক/একাধিক সঠিক এবং প্যাসেজের মধ্যে ক্লিক করে উত্তর নির্বাচন এরকম প্রশ্ন থাকবে)

iii.কোয়ান্টিটেটিভ রিজোনিংঃ এটিকে ম্যাথ পার্টও বলা হয়। এই পার্টে সাধারণত কলেজ লেভেলের (এইচ এসসি/সমমান) অংক আসে। তবে ত্রিকোণমিতি থেকে অংক থাকে না। এখানেও দুইটি ধাপ রয়েছে।

ভার্বালের নম্বর ১৭০ এবং কোয়ান্টিটেটিভের নাম্বর ১৭০ করে সর্বমোট ৩৪০ এবং প্রতিটি ভাগে দুই সেট করে প্রশ্ন আসে। ভার্বালে ১ ঘন্টা অর্থাৎ ৩০ মিনিট সময়ে দুই সেকশনে ২০টি করে সর্বমোট ৪০টি প্রশ্ন দেওয়া হয়। অন্যদিকে কোয়ান্টিটেটিভে একই সংখ্যক প্রশ্নের জন্য ৩৫ মিনিট করে সর্বমোট ৭০ মিনিট দেওয়া হয়। প্রতিটি প্রশ্নের মান ধরা হয় ১।অনেক সময় অতিরিক্ত সেট হিসেবে ভার্বাল কিংবা কোয়ান্টিটেটিভ থেকে প্রশ্ন দেওয়া হতে পারে– যেটার জন্য কোনো স্কোরিং হয় না। যেহেতু বোঝার কোনো রাস্তা নেই যে, কোন সেকশনে স্কোরিং করা হয় না, তাই প্রতিটি সেকশনই খুব ভালোভাবে দিতে হবে।

জিআরই পরীক্ষা পদ্ধতিঃ


প্রচলিত পরীক্ষা পদ্ধতির সাথে জিআরই-র কিছু পার্থক্য রয়েছে। প্রচলিত পরীক্ষা হয় কাগজ কলমে, আর জিআরই পরীক্ষা হয় কম্পিউটারে। সনাতন পরীক্ষায় বোঝা যায় কোন প্রশ্নের জন্য কত মার্কস। কিন্তু জিআরই-এ ঠিক এভাবে জানা যায় না। এখানে কম্পিউটার সামগ্রিক পারফর্ম্যান্স বিবেচনা করে একটি স্কোর দেয় যেটি নির্দিষ্ট নিয়ম বা সূত্র মেনে চলে। যেমন- যেহেতু এখানে একটি ভার্বাল ও একটি ম্যাথ পার্ট থাকে, একটিতে পারফর্ম্যান্স ভালো হলে পরেরটি কঠিন হয় এবং বিপরীতক্রন। জিআরই পরীক্ষার হলে সবাইকে আলাদা আলাদা কম্পিউটারের সামনে বসিয়ে দেওয়া হয় এবং কক্ষপরিদর্শক বা ইনভিজিলেটররা বাইরের রুমে থাকেন। প্রত্যেক পরীক্ষার্থীর কর্মকাণ্ড তারা ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখতে পারেন। 

জিআরই পরীক্ষার আবেদন


জিআরই এক্সামের জন্য রেজিস্ট্রেশন করতে প্রথমে অফিশিয়াল সাইট এ যেয়ে ETS account খুলতে হবে। একাউন্ট খোলার পর জিআরই জেনারেল টেস্ট দিতে চান নাকি জিআরই সাবজেক্ট টেস্ট দিতে চান তা ঠিক করতে হবে। এরপর এক্সাম ডেট এবং সেন্টার সিলেক্ট করতে হবে। সিট বুকিং এর কাজ হয়ে গেলে পেমেন্ট পেজ আসবে। অনলাইনে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ডের মাধ্যমে ফি ২০৫ ইউএস ডলার পরিশোধ করতে পারবেন। 

 

জি.আর.ই পরীক্ষার ফি

  • জিআরই জেনারেল টেস্ট ফি ২০৫ ইউএস ডলার
  • জিআরই সাবজেক্ট টেস্ট ফি ১৫০ ইউএস ডলার
  • লেট রেজিস্ট্রশন ফি ২৫ ইউএস ডলার
  • স্ট্যান্ডবাই টেস্টিং ২৫ ইউএস ডলার
  • রিশিডিউল ফি ৫০ ইউএস ডলার

সোমবার, ১৬ আগস্ট, ২০২১

10 Minute School ঘরে বসে Spoken English - Munjerin Shahid

Learn spoken English online. 80+ video lessons, quizzes, and notes to help you speak fluently in English.

Munzereen Shahid

MS (English), University of Oxford (UK); BA, MA (English), University of Dhaka; IELTS: 8.5

কোর্স সম্পর্কে

আত্মবিশ্বাসের সাথে এবং সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারলে জীবনের প্রতিটি পর্যায়েই অন্য যে কারো থেকে এগিয়ে থাকা যায়। অ্যাকাডেমিকস, ক্যারিয়ার, প্রতিযোগিতামূলক পরীক্ষা এমনকি ভ্রমণের ক্ষেত্রেও ইংরেজির দক্ষতা সাফল্য লাভের জন্য অনেক বেশি প্রয়োজন। তাই, ইংরেজিতে কথা বলার দক্ষতার গুরুত্ব এবং তাৎপর্য বলার অপেক্ষা রাখে না।

আর এই দক্ষতা অর্জনে আপনাকে সাহায্য করতেই টেন মিনিট স্কুল নিয়ে এসেছে এই 'ঘরে বসে Spoken English' কোর্সটি। আমাদের সবার প্রিয় শিক্ষক মুনজেরিন শহীদ এর সাথে আপনি সঠিকভাবে এবং সাবলীলভাবে দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলা শিখে যাবেন।

বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতিতে কীভাবে সাবলীলভাবে ইংরেজিতে কথা বলবেন তা শেখাবে মুনজেরিন শহীদ। বাস্তব উদাহরণ এবং সঠিক উচ্চারন শিখে নিয়ে আপনি কোনো জড়তা ছাড়াই ইংরেজিতে কথা বলতে পারবেন। ক্লাসগুলো করার পর নিজের দক্ষতা যাচাই করার জন্য সবগুলো ভিডিও লেসনের উপর রয়েছে কুইজ। এছাড়াও শর্টকাটে শেখার জন্য প্রতিটি লেসনের সাথে থাকছে নোটস। অডিও শুনে শুনে শেখার জন্য আপনাদের সুবিধার্থে থাকছে অডিওবুক। ভিডিওর নতুন নতুন শব্দগুলো শেখার জন্য থাকছে ভোক্যাবুলারি ফ্ল্যাশ কার্ড যেখানে কার্ডের মাধ্যমে একটি শব্দের অর্থ, তার ব্যাবহার ও উচ্চারণ শিখে নিতে পারবেন। আর সবশেষে ক্লাসগুলো লিখিত রূপে পাবার জন্য থাকছে ট্রান্সক্রিপ্ট।

তাহলে অপেক্ষা কীসের? এখনই এনরোল করুন ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর পছন্দের স্পোকেন ইংলিশ কোর্সে।

কোর্সটি কাদের জন্য?

  • যারা সবার সামনে ইংরেজিতে কথা বলতে ভয় পায়।
  • যাদের ইংলিশে সাবলীলভাবে কথা বলার জন্য আত্মবিশ্বাস গড়ে তোলা প্রয়োজন।
  • যারা নিয়মিত ব্যবহার করা ইংরেজি শব্দগুলোর সঠিক উচ্চারণ জানতে চায়।
  • যারা ইংরেজিতে আরও ভালো কমিউনিকেশন করতে চায়।

কোর্সটি থেকে আপনি কী কী শিখবেন?

  • কীভাবে নিজের ইংরেজিতে কথা বলার দক্ষতা বাড়ানো যায়।
  • কোনো জড়তা ছাড়াই কীভাবে দৈনন্দিন জীবনের বিভিন্ন পরিস্থিতিতে ইংরেজিতে কথা বলা যায়।
  • ইংরেজিতে নিজের পরিচয় দেওয়া থেকে শুরু করে, প্রেজেন্টেশন দেওয়া, উপস্থাপনা করা, উচ্চারণ, অফিসের কথাবার্তা, চাকরি/ভিসার ইন্টারভিউ সব পরিস্থিতিকে ইংরেজিতে সামলানোর উপায় মিলবে এই কোর্সে।

এই কোর্সের বৈশিষ্ট্যগুলো কী কী?

  • কোর্সটিতে শেখানো হয়েছে পুরোপুরি বাংলা ভাষায়, তাই যে কেউ অনায়াসে শিখতে পারবেন।
  • অনলাইন এই কোর্সটির মাধ্যমে শেখা যাবে যখন খুশি যেখানে খুশি; নিজের হাতে থাকা ডিভাইসটির সাহায্যে।
  • গ্রামারের কঠিন নিয়ম নয় বরং বাস্তব জীবনের বিভিন্ন পরিস্থিতির উপর জোর দেয়া হয়েছে যেখানে ইংরেজি প্রয়োজন।
  • কোর্সের শিক্ষিকা, মুনজেরিন শহীদ দীর্ঘ সময় ধরে ইংরেজি শিক্ষা নিয়ে কাজ করছেন। তিনি এ বছর পূর্ণ স্কলারশিপ নিয়ে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শিক্ষার ওপর তার দ্বিতীয় স্নাতকোত্তর শুরু করেছেন। তার এত বছরের ইংরেজি শিক্ষা ও অভিজ্ঞতার ফলাফল হলো এই কোর্সটি।


🔰 কোর্স ইনরোল লিংকঃ 10 MS Spoken English by Munjerin Shahid

বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

E-Books of Social Science Humanities and Language

E-Books of Social Science Humanities and Language
১ম বছর

বিএ এবং বিএসএস

১ম সিমেস্টার

আবশ্যিক

Code:BBA-1301

বাংলা ভাষা-১: সাহিত্য

Code: BEN-1301

English Language Skills

Code: BCE-1301

সিভিক এডুকেশন-১

Code: BCE-1302

সিভিক এডুকেশন-২

বিএ

২য় সিমেস্টার

Code: BBA-2302

বাংলা ভাষা-২

(আবশ্যিক)

Code: BHI-2301

ইতিহাস-১

Code: BPH-2301

দর্শন পরিচিতি

Code: BIS-2301

ইসলামিক স্টাডিজ-১

বিএসএস

২য় সিমেস্টার

Code: BPO-2301

রাষ্ট্রবিজ্ঞান-১

Code: BEC-2301

অর্থনীতি-১

Code: BSO-2301

সমাজতত্ত্ব-১

Code: BGE-2301

ভূগোল ও পরিবেশ-১

২য় বছর

বিএ

৩য় সিমেস্টার

Code: BHI-3302

ইতিহাস-২

Code: BPH-3302

দর্শন-২

Code: BIS-3302

ইসলামিক স্টাডিজ-২

-----

বিএসএস

৩য় সিমেস্টার

Code: BPO-3302

রাষ্ট্রবিজ্ঞান-২

Code: BEC-3302

অর্থশাস্ত্রের মূলনীতি-২

Code: BSO-3302

সমাজতত্ত্ব-২

Code: BGE-3302

ভূগোল ও পরিবেশ-২

বিএ

৪র্থ সিমেস্টার

Code: BHI-4303

ইতিহাস-৩

Code: BPH-4303

যুক্তিবিদ্যা: সাবেকী ও প্রতীকী

Code: BIS-4303

ইসলামিক স্টাডিজ-৩

-----

বিএসএস

৪র্থ সিমেস্টার

Code: BPO-4303

রাষ্ট্রবিজ্ঞান-৩

Code: BEC-4303

অর্থনীতি-৩

Upcoming...

Code: BSO-4303

সমাজতত্ত্ব-৩

Code: BGE-4303

ভূগোল ও পরিবেশ-৩

৩য় বছর

বিএ

৫ম সিমেস্টার

Code: BHI-5304

ইতিহাস-৪

Code: BPH-5304

দর্শন-৪

Code: BIS-5304

ইসলামিক স্টাডিজ-৪

-----

বিএসএস

৫ম সিমেস্টার

Code: BPO-5304

রাষ্ট্রবিজ্ঞান-৪

Code: BEC-5304

অর্থনীতি-৪

Code: BSO-5304

সমাজতত্ত্ব-৪

Code: BGE-5304

ভূগোল ও পরিবেশ-৪

বিএ

৬ষ্ঠ সিমেস্টার

Code: BHI-6305

ইতিহাস-৫

Code: BPH-6305

দর্শন-৫

Code: BIS-6305

ইসলামিক স্টাডিজ-৫

-----

বিএসএস

৬ষ্ঠ সিমেস্টার

Code: BPO-6305

রাষ্ট্রবিজ্ঞান-৫

Code: BEC-6305

গাণিতিক অর্থনীতি

Code: BSO-6305

সমাজতত্ত্ব-৫

Code: BGE-6305

ভূগোল ও পরিবেশ-৫