BLS, ACLS নিয়ে কোন দুশ্চিন্তা নয়
প্রশ্নঃ আমি BLS, ACLS কোর্স করতে পারছি না? কিভাবে কি করবো?
উত্তরঃ যারা BLS, ACLS কোর্স করতে আগ্রহী, প্লিজ নীচের ইন্সট্রাকশন ফলো করুন।
১) প্রথমে নীচের লিংক কপি করে আপনার ব্রাউজারে গিয়ে পেস্ট করুন – ফেসবুকের রুলস এর কারনে লিংক গুলোতে ক্লিক করা সম্ভব হচ্ছে না -
First Aid & Basic Life Support
২) আপনাকে উপরের কোন লিংক UDMEY ওয়েব সাইটে নিয়ে যাবে। আপনার যদি এই সাইটে রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে রেজিস্ট্রেশন করে নিন।
৩) কোর্স এনরোল বাটনে ক্লিক করুন।
৪) এক এক করে সব ভিডিও টিউটোরিয়াল দেখে নিন। দেখার পর স্ক্রিনের ডান পাশে Course content লিখাটিতে নীচে দেখুন আপনার দেখা ভিডিওটিতে ঠিক মার্ক শো করছে কিনা।
৫) এইভাবে সব ভিডিওতে ঠিক মার্ক শো করলে, আপনার কোর্স ১০০ ভাগ কমপ্লিট দেখাবে।
৬) এর পর স্ক্রিনের উপরে ডান পাশে Get certificate অপশনে ক্লিক করুন। এখানে শো করবে আপনার সব ভিডিও টিউটোরিয়েল কমপ্লিট করেছেন কিনা। এখানে ক্লিক করলে আপনার সার্টিফিকেট পেয়ে যাবেন। সার্টিফিকেট সেইভ করে নিন।
৭) এরপর আপনার মাই কোর্স পেইজে আসুন। আপনার নামের উপর ক্লিক করে মেসেজ অপশনে যান।
৮) মেসেজ বক্স এ এই মেসেজটি পাবেন। মেসেজটা দিয়েছে National Health Care Provider Solutions থেকে। “Congratulations you've completed the First Aid and BLS course! Please feel free to contact us with any questions. Also, if you're interested in being certified in this course, as a Udemy member you can instantly certify for free! Just visit the Save A Life by NHCPS website and use the coupon code mu819fbau8 during checkout. We also invite you to review our course! Whether it's positive or negative, we appreciate the feedback.”
৯) এই মেসেজটি ভালোভাবে পড়ুন। এখানে তারা আপনাকে mu819fbau8 এই কুপন কোড দিয়ে তাদের সাইটে আপনাকে কোর্সের জন্য অফার করেছে।
১০) আপনি কুপন কোডটি কপি করে নিন। এক একজনের মেসেজে এক এক ধরনের কুপন কোড। তাই নিজের কুপন কোড নিজেই ব্যবহার করুন।
১১) এর পর আপনি National Health Care Provider Solutions এর ওয়েব সাইটের এই লিংকে https://nhcps.com/ ক্লিক করুন।
১২) আপনাকে National Health Care Provider Solutions এর ওয়েব সাইটে নিয়ে যাবে।
১৩) এখন এই সাইটে প্রবেশ করে আপনার একাউন্ট রেজিস্ট্রেশন করে নিন।
১৪) একাউন্ট রেজিস্টারের পর দেখে নিন তাদের ফ্রি অফার গুলো।
১৫) এরপর আপনি এখান থেকে একটি সিঙ্গেল কোর্স সিলেক্ট করুন। কখনো বান্ডেল কোর্স সিলেক্ট করবেন না। যেমন আপনি বিএলএস সারটিফিকেশন BLS Certification পছন্দ করলেন। তাহলে BLS Certification এ ক্লিক করুন।
১৬) আপনাকে চেক আউট Check Out ফরমে নিয়ে যাবে। এখানে ক্রেডিট কার্ড অপশন ওApply Coupon Code অপশন আছে। আপনি ক্রেডিট কার্ড অপশনে যাবেন না। এপ্লাই কুপন কোড Apply Coupon Code অপশনে গিয়ে Udemy এর মেসেজ বক্স এ পাওয়া আপনার কুপন কোডটি Coupon Code পেস্ট করুন। আপনি চাইলে R120CARTJ4N এই কুপন কোড Coupon Code ব্যবহার করতে পারেন।
১৭) এরপর প্রসিড চেক আউট Proceed Check Out অপশনে ক্লিক করুন। এখানে আপনার চার্জ এমাউন্ট জিরো দেখাবে।
১৮) প্লেইস অর্ডার Place Order অপশনে ক্লিক করুন।
১৯) তখন আপনাকে গেট স্টার্ট Get Start স্ক্রিনে নিয়ে যাবে।
২০) এখানে গেট স্টার্ট Get Start অপশনে ক্লিক করে শুরু করুন আপনার মুল কোর্স যা ১০০% টিউশন ফ্রি।
আপনাদের নিকট যে অনুরোধ আমি বার বার করে আসছিঃ
১) সবসময় ওয়েব সাইটে ইন্সট্রাকশন ফলো করুন
২) ইংরেজীতে লেখা ইন্সট্রাকশন গুলো বার বার পড়ে বুঝার চেষ্টা করুন
৩) আপনি একটি প্রবলেম সমাধান করতে পারলে, অন্যটি সমাধানের রাস্তা খুলে যাবে
৪) সবসময় অন্যের প্রবলেম গুলো সমাধান করার চেষ্টা করুন, এতে অনেলাইন কোর্স গুলো আপনার কাছে পানির মত সোজা হয়ে যাবে।
৫) নিজে নিজে চেষ্টা করে কোর্স কমপ্লিট করার আনন্দই আলাদা
৬) অন্যকে ইনবক্স করে বিরক্ত করবেন না। কোন প্রবলেম এর সম্মুখীন হলে কমেন্ট বক্স এ কমেন্ট করুন। কেউ একজন ফ্রি থাকলে আপনার প্রশ্নের উত্তর পাবেন।
৭)যারা আমাকে মেসেজ দেন, তাদেরকেই বলছি, আমি মেসেঞ্জারে খুব কম সময় থাকি। বলতে গেলে মাসে দুই একদিন। কারণ আমি চ্যাট করা পছন্দ করি না।
শুভ কামনা সবার জন্য।
Blog Writer : Syed J Hossain
0 মন্তব্য(গুলি):