বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

হেলথ ছাড়া অন্য কোন বিষয়ে মাস্টার্স করতে চাই

হেলথ ছাড়া অন্য কোন বিষয়ে মাস্টার্স করতে চাই

গ্রুপের অনেক ভাই বোন আছেন যারা ইতিমধ্যে ব্যাচেলর কমপ্লিট করেছেন। অনেকে মাস্টার্স এর বিষয়ে আগ্রহী। হেলথ রিলেটেড মাস্টার্স প্রোগ্রাম খুব একটা প্রতুল নয়। যেই সব মাস্টার্স প্রোগ্রাম চালু আছে তা বেশীরভাগ প্রাইভেট ইউনিভার্সিটি থেকে করতে হয়। প্রাইভেট ইউনিভার্সিটিতে উচ্চ টিউশন ফি দিয়ে পড়াশুনার সামর্থ্য কয়জনের আছে!!! আমি নিজেও প্রাইভেট ইউনিভার্সিটিতে যাওয়ার সাহস করি না।
আপনার আমার জন্য স্মার্টলি এমবিএ একমাত্র ভরসা। কোন প্রকার টিউশন ফি দেওয়ার ঝামেলা নেই। ১০০ ভাগ ফ্রি এবং অনলাইনে।

স্মার্টলি এমবিএ কেন করবেন?

১) যদি আপনি ডিপ্লোমা ডক্টর পেশাকে মুল পেশা হিসেবে গ্রহন করেন
২) আপনার যদি ক্লিনিক ডায়গোনস্টিক ব্যবসা থাকে কিংবা করার প্লান থাকে
৩) যদি আপনি সামাজিক মর্যাদা বৃদ্ধির প্রয়োজন অনুভব করেন
৪) যদি উদ্দোক্তা হওয়ার ইচ্ছা থাকে
৫) যদি মনে করেন আপনার ব্যবসায়িক স্কিল বাড়ানোর দরকার
৬) উচ্চ শিক্ষা নিয়ে মানসিক যন্ত্রনা প্রশমন করতে
৭) নিজের প্রতি আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে
পড়াশুনা কখনো মূল্যহীন হয় না। বরং উপযুক্ত ব্যবহারে এটি নিজের জীবন যাপন ও সামাজিক মূল্য বৃদ্ধি করে। নিজের পেশা যদি পরিবর্তন করতে আগ্রহী না হোন, আবার যদি উচ্চ শিক্ষায় প্রচুর আগ্রহ থাকে, স্মার্টলি এমবিএ আপনার জন্য সবচেয়ে ভালো।

Share This

Ashalamu-alaikum, I'm Shariar Mahamud Kabbo. I'm a Healthcare Professional . Welcome To My Largest Free Medical Books Download Site.

Related Posts

0 মন্তব্য(গুলি):