সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

চোখের ড্রপ ব্যবহারের নিয়মাবলী

লেখাঃ ডা. তানিয়া হাফিজ

একজন মানুষের জন্য চোখ হলো অমূল্য  সম্পদ। চোখ নেই তো পৃথিবী অন্ধকার। আর মূল্যবান এই চোখ নিয়েও আমরা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি।

চোখে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। বিশেষ করে কনজাংটিভাইটিস (বিভিন্ন ধরনের হয়), ক্যালাজিওন, স্টাই, ক্যাটারেক্ট, গ্লুকোমা ইত্যাদি।

আমার মামা চক্ষু বিশেষজ্ঞ, কতদিন যে বলেছেন আমার চেম্বারে এসে শিখো, কিন্তুু তা আর হয়ে উঠে না। আমি আমার চেম্বারে অবশ্য চোখের চিকিৎসা করি না।
কিন্তু টুকটাক নিয়মাবলি শিখেছি।  আর সেইসব টুকটাকের একটা আজ লিখছি।

তো যা বলছিলাম, এই চোখ নিয়ে মানুষ যে কত্ত ভুল কাজ করেন। যেমন: চোখের সমস্যা হলে এরা ফার্মেসীতে গিয়ে ড্রপ, অয়েন্টমেন্ট নেন। এই ফার্মেসীম্যানের কত্ত সাহস দেখুন, দিয়ে দিলো ড্রপ!

আবার কেউ আছেন তার কোনো একজন আত্মীয় এই ড্রপ দিয়ে সমস্যার সমাধান করেছিলেন আর তিনিও ডাক্তার না দেখিয়ে সেই ড্রপটাই কিনে ব্যবহার করেন। কেউ আছেন ২ মাস আগে এই ড্রপটা দিয়ে আরাম বোধ করেছিলেন এখন আবার সমস্যা হওয়াতে ঐ খোলা ড্রপটা আবার ব্যবহার করছেন।

কেউ কেউ আবার বেশি বুঝেন এক ফোঁটার জায়গায় ২ ফোঁটাও চোখে দেন, এমনকি ড্রপ ব্যবহারের নিয়মও জানেন না। আর এই ব্যবহারবিধি নিয়েই আজকের লিখা।


ড্রপ ব্যবহারের নিয়মাবলী:

  • ড্রপ ব্যবহারের পূর্বে হাত ভালো করে ধোয়া।
  • যেদিন প্রথম ড্রপের বোতলের ক্যাপ খোলা হবে সেদিন ড্রপের বোতলের গায়ে তারিখটা লিখে রাখবেন কারণ ড্রপের মুখ খোলার পর ১ মাসের বেশি ঐ ড্রপের বোতল ব্যবহার করা যায় না বা উচিত নয়।
  • যদি ড্রপটি সাসপেনশন টাইপ হয় তাহলে ব্যবহারের পুর্বে ঝাকিয়ে নিতে হবে।
  • এরপর রোগীকে বসিয়ে মাথাটা পিছনের দিকে নিয়ে চোখের পাতা আলতোভাবে টেনে ধরে চোখের কোনায় ড্রপ দিতে হবে।
ছবি : চোখের ড্রপ দেয়ার নিয়মাবলী
  • ড্রপ দেওয়ার পরে অন্তত ১০ সেকেন্ড চোখ বন্ধ করে রাখতে হবে।
  • ড্রপ চোখে দেওয়ার পরে চোখের কোনায় নাকের পাশটা চেপে ধরতে হবে যাতে নাকে না চলে যায় বা চোখ বেয়ে গড়িয়ে না পরে।
  • খেয়াল রাখতে হবে ড্রপ যেন কর্নিয়াতে না পড়ে এবং ড্রপের নজেল যেন চোখে না ছোঁয়।
  • প্রত্যেক চোখে ১ ফোঁটা করে ড্রপ দিতে হয়ে (মানে ২ চোখে ১ ফোঁটা, ১ ফোঁটা করে দিতে হবে)। একের অধিক ড্রপ একই সময়ে দেয়া যাবে না।
  • যদি আপনার ডাক্তার আপনাকে একের অধিক ধরনের ড্রপ এডভাইস করেন তাহলে একই সময়ে ২ ধরনের ড্রপ দেয়া যাবেনা। অন্তত এক ধরনের ড্রপ ব্যবহার করার ৩০ মিনিট পরে আরেক ধরনের ড্রপ ব্যবহার করতে হবে।
  • যদি চোখের ড্রপ ও অয়েন্টমেন্ট ২ টাই প্রেসক্রিপশনে থাকে তাহলে আগে ড্রপ ব্যবহার করতে হবে, এরপরে অয়েন্টমেন্ট। অয়েন্টমেন্ট ব্যবহারের অন্তত ২ ঘন্টা পরে আবার ড্রপ ব্যবহার করতে হয়।
  • ড্রপ ব্যবহারের ফলে যদি চোখ জ্বালাপোড়া বা অন্য কোনো সমস্যা অনুভূত হয় তাহলে ডাক্তারকে বিষয়টি জানাতে হবে।
  • পূর্বে যদি কোনো ড্রপ ব্যবহারে আপনার এলার্জীর সমস্যা হয়ে থাকে তাহলে এবারে আপনার ডাক্তারকে সেই ড্রপটির নাম জানান।
Share This
Previous Post
Next Post

Ashalamu-alaikum, I'm Shariar Mahamud Kabbo. I'm a Healthcare Professional . Welcome To My Largest Free Medical Books Download Site.

0 মন্তব্য(গুলি):